Panchayat Elections 2023: ভোটের আগেই ফেঁসে যেতে পারেন…আশঙ্কা করে আগেভাগেই হাইকোর্টে সৌমেন্দু

Shrabanti Saha | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 13, 2023 | 1:51 PM

Panchayat Elections 2023: নতুন মামলার মুখে পড়ার আশঙ্কায় আদালতে সৌমেন্দু অধিকারী (Soumendu Adhikari)। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যে ১২ টি এফআইআর রয়েছে। মিথ্যে মামলায় তাঁকে জড়ানো হচ্ছে বলে অভিযোগ। এই অবস্থায় পঞ্চায়েত নির্বাচনের জন্য দলের তরফে তাঁকে বেশ কয়েকটি এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে।

Panchayat Elections 2023: ভোটের আগেই ফেঁসে যেতে পারেন...আশঙ্কা করে আগেভাগেই হাইকোর্টে সৌমেন্দু
সৌমেন্দু অধিকারী

Follow Us

কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের আর মাস খানেক বাকি। নতুন মামলার মুখে পড়ার আশঙ্কায় আদালতে সৌমেন্দু অধিকারী (Soumendu Adhikari)। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যে ১২ টি এফআইআর রয়েছে। মিথ্যে মামলায় তাঁকে জড়ানো হচ্ছে বলে অভিযোগ। এই অবস্থায় পঞ্চায়েত নির্বাচনের জন্য দলের তরফে তাঁকে বেশ কয়েকটি এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু আশঙ্কা, সুযোগ পেলেই তাঁর বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের করা হতে পারে। সৌমেন্দুর কথায়, “এমন কোনও অভিযোগ আনা হতেই পারে। যার কোনও খবরও আগে থেকে পাবই না।” এই অবস্থায় রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হলেন সৌমেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আগামী সপ্তাহের বুধবার মামলার শুনানি।

কাঁথি প্রভাত কুমার কলেজের ভবন নির্মাণ নিয়ে ইতিমধ্যেই সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে একটি মামলা চলছে। শুভেন্দুর ভাইয়ের বিরুদ্ধে দুর্নীতির মামলা করার নির্দেশ দিয়েছিল কাঁথি মহকুমা আদালত। কলকাতা হাইকোর্ট অবশ্য সেই মামলা খারিজ করে দেন। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজিকে ফের দ্রুনীতির অভিযোগের তথ্য জোগাড়ের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। পুলিশ বা তদন্তকারী কোন সংস্থার কাছে সেই তথ্য জানানোর কথাও নির্দেশে বলা থাকে। তাতে কিছুটা হলেও স্বস্তি পান সৌমেন্দু অধিকারী।

পাশাপাশি আরও একটি দুর্নীতি মামলা রয়েছে সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে। রাঙামাটি শ্মশানের জমি থেকে পথবাতি, একাধিক দুর্নীতির মামলায় সৌমেন্দুকে একাধিকবার তলব করা হয় কাঁথি থানায়। সেক্ষেত্রে অবশ্য হাইকোর্ট রক্ষাকবচ দিয়েছিল। কিন্তু তবুও পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছিল। তাঁকে থানায় ডেকে বারবার হেনস্থা করা হচ্ছিল বলে অভিযোগ।

Next Article