AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Leaders switch parties: কেউ গেলেন কংগ্রেসে, কেউ ভিড়লেন পদ্ম শিবিরে, বুধে কোন দলে কোন নেতা

Panchayat Elections 2023: কোনও জেলায় শাসকদল থেকে কংগ্রেসে যোগ দিলেন কেউ। কোনও জেলায় আবার দেখা গেল, গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে ফিরে এলেন কেউ। বুধবার বিভিন্ন জেলায় দেখা যায় এই ছবি।

Leaders switch parties: কেউ গেলেন কংগ্রেসে, কেউ ভিড়লেন পদ্ম শিবিরে, বুধে কোন দলে কোন নেতা
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Jun 15, 2023 | 6:04 AM
Share

কলকাতা: দলবদল। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এক দল থেকে অন্য দলে যাওয়ার হিড়িক পড়েছিল। সেই ছবিই এবার দেখা যাচ্ছে পঞ্চায়েত নির্বাচনের সময়। পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর বেড়েছে দলবদল। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, এক দল থেকে অন্য দলের পতাকা হাতে তুলে নেওয়ার ছবি ধরা পড়ছে বিভিন্ন জেলায়। বুধবারও সেই ছবি দেখা গেল। কোন জেলায় কোন নেতা যোগ দিলেন অন্য দলে, দেখে নিন এক নজরে….

বাঁকুড়া: পঞ্চায়েত নির্বাচনের মুখে জোর ধাক্কা খেল বাঁকুড়ার ছাতনা ব্লকের তৃণমূল ও বিজেপিতৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান যোগ দেন কংগ্রেসে। এছাড়াও বিজেপির মণ্ডল কমিটির সদস্যও বিজেপি ছেড়ে হাতে তুলে নিলেন কংগ্রেসের পতাকা। পঞ্চায়েত নির্বাচনের আগে এই যোগদান বাঁকুড়ার ছাতনায় কংগ্রেসকে আরও শক্তিশালী করল দাবি কংগ্রেসের। বিষয়টিকে গুরুত্ব দিতেই নারাজ তৃণমূল ও বিজেপি।

উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুরে বড়সড় ভাঙন তৃণমূলে। বিগত কয়েকদিনে চোপড়া থেকে রায়গঞ্জ সর্বত্র সংখ্যালঘুরা শাসকদল ছেড়ে যোগ দিচ্ছেন কংগ্রেসে। এবার ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর অনুগামী বা ছায়াসঙ্গী বলে পরিচিত জেলা পরিষদের সহকারি সভাধিপতি ফারহাত বানুর স্বামী তথা জেলা তৃণমূলের প্রথম সারির নেতা জাভেদ আখতার সদলবলে যোগ দিলেন কংগ্রেসে। পাশাপাশি চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে ও জামাইও কংগ্রেসে যোগ দিয়েছেন বলে কংগ্রেস সূত্রে খবর। অন্যদিকে চোপড়ার ঘির্নিগাঁও গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি আশরাফুল হকও সদলবলে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন।

পুরুলিয়া : ঝালদায় বড় ফাটল তৃণমূলে। ঘাসফুল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন তৃণমূলের ঝালদা ১ নম্বর ব্লক সহ সভাপতি বিপ্রদাস মাহাতো এবং তাঁর স্ত্রী ঝালদা ১ নম্বর পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি বীণা মাহাতো।

কোচবিহার: দিনহাটার বুড়ির হাট ২ নম্বর অঞ্চলের প্রধান-সহ ৫ জন তৃণমূল পঞ্চায়েত সদস্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত ধরে বিজেপিতে যোগদান করলেন

আলিপুরদুয়ার : আলিপুরদুয়ার জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি শান্তনু দেবনাথের হাত ধরে কংগ্রেস দলে যোগ দিলেন কালচিনি ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি পাশাং লামা। একুশের বিধানসভা নির্বাচনে কালচিনি থেকে প্রার্থী হয়েছিলেন তিনি। তবে বিজেপি প্রার্থী বিশাল লামার কাছে হেরে যান।

হুগলি: বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন পুরশুড়ার প্রাক্তন বিধায়ক পারভেজ রহমান। ২০১১ সালের বিধানসভা ভোটে তৃণমূলের টিকিটে বিধায়ক হয়েছিলেন পারভেজ রহমান। এর পর ১৬-র বিধানসভা নির্বাচনে দল তাঁকে আর টিকিট দেয়নি। বেশ কয়েক বছর ধরে দলের থেকে দূরত্ব তৈরি করেন পারভেজ। একুশের বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন পারভেজ রহমান। তবে বিধানসভা ভোটে টিকিট পাননি। বুধবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন পারভেজ রহমান।