কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election 2023) প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য প্রশাসন। সূত্রের খবর, এপ্রিলের শেষে কিংবা মে মাসের শুরুর দিকে পঞ্চায়েত ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। পরীক্ষা থাকায় মার্চ মাসে ভোট করানো সম্ভব নয় বলেই নবান্ন সূত্রে খবর। ফলে, প্রায় নির্ধারিত সময়েই পঞ্চায়েত ভোট হতে চলেছে বলে নবান্ন সূত্রে খবর। প্রসঙ্গত, রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য প্রশাসন আলোচনাক্রমে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ স্থির করে। এদিকে রাজ্যে মার্চ মাসে পরীক্ষা রয়েছে। ফলে, যদি আগে ভোট করাতে হয়, তাহলে ফেব্রুয়ারির মধ্যে তা শেষ করতে হবে, যার সম্ভাবনা প্রায় নেই বলেই সূত্রের খবর।
উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রতিটি রাজনৈতিক দলই নিজের মতো করে ঘুঁটি সাজানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে। শাসক, বিরোধী সব দলই প্রস্তুতি শুরু করেছে। নির্বাচন যত এগিয়ে আসছে ক্রমেই তপ্ত হচ্ছে রাজনীতির বাতাবরণ। চলছে আক্রমণ, প্রতি আক্রমণের পালা। এবারের পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবি তুলতে শুরু করে দিয়েছে বিজেপি শিবির। অতীতে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন জায়গায় শাসক দলের চোখরাঙানির অভিযোগ তুলেছে বিরোধী দলগুলি। এমন পরিস্থিতিতে বিরোধীরা চাইছে, পঞ্চায়েত ভোটও হোক কেন্দ্রীয় বাহিনী দিয়েই।
এদিকে এবারের পঞ্চায়েত নির্বাচনের আগে শাসক শিবিরের একাধিক নেতার বিরুদ্ধে বেনিয়মে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। গ্রেফতারও হয়েছেন নেতা, বিধায়করা। অনুব্রত মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায়ের মতো শাসক দলের দুই তাবড় নেতা এখন রাত কাটাচ্ছেন জেলে। আর এই পরিস্থিতিকে পুরোদমে কাজে লাগানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বিরোধী দলগুলি। ইতিমধ্যেই দুর্নীতি, বেনিয়মের অভিযোগ তুলে রাজপথে নিজেদের শক্তি প্রদর্শনের লড়াইয়ে নেমেছে বিরোধী দলগুলি। বিজেপির নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড হয়েছিল। আবার বামেদের সমাবেশে যে পরিমাণ ভিড় হচ্ছে, তা নিয়ে প্রশংসার কথা শোনা গিয়েছে তৃণমূল মুখপাত্রের গলাতেও। তবে মানুষের রায় শেষ পর্যন্ত কোন দিকে যাবে, তা বোঝা যাবে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের পরেই।