Parkstreet: ১১ সেক্টরে ভাগ করে কড়া নজরদারি, বড়দিনে কী কী ব্যবস্থা থাকছে পার্ক স্ট্রিটে?

Parkstreet: বড়দিনে মানুষের ভিড় সামাল দিতে প্রস্তুত কলকাতা পুলিশও।

| Updated on: Dec 23, 2022 | 2:04 PM
বড়দিনে ঠান্ডায় কাঁটা। বাড়তে পারে তাপমাত্রা। আবহাওয়া দফতর জানাচ্ছে, বিপরীত ঘূর্ণাবর্তের ঠেলায় বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকার সম্ভাবনা। দুর্বল হবে উত্তুরে হাওয়া। শনিবার থেকে পারদ চড়বে। এমনই বলছে আবহাওয়া দফতর। কিন্তু তাতে কী, বড়দিনের আমেজ কী কমবে? বড়দিনে মানুষের ভিড় সামাল দিতে প্রস্তুত কলকাতা পুলিশও।

বড়দিনে ঠান্ডায় কাঁটা। বাড়তে পারে তাপমাত্রা। আবহাওয়া দফতর জানাচ্ছে, বিপরীত ঘূর্ণাবর্তের ঠেলায় বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকার সম্ভাবনা। দুর্বল হবে উত্তুরে হাওয়া। শনিবার থেকে পারদ চড়বে। এমনই বলছে আবহাওয়া দফতর। কিন্তু তাতে কী, বড়দিনের আমেজ কী কমবে? বড়দিনে মানুষের ভিড় সামাল দিতে প্রস্তুত কলকাতা পুলিশও।

1 / 5
ক্রিসমাসে পুলিশি ব্যবস্থাপনা। পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকাকে ১১টি সেক্টরে ভাগ করা হচ্ছে। প্রত্যেক সেক্টরে দুটি করে ইন্সপেক্টর। গোটা ক্রিসমাসে ওই এলাকার পুলিশি ব্যবস্থাপনার দায়িত্বে ডিসি সাউথ আকাশ মাঘারিয়া।

ক্রিসমাসে পুলিশি ব্যবস্থাপনা। পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকাকে ১১টি সেক্টরে ভাগ করা হচ্ছে। প্রত্যেক সেক্টরে দুটি করে ইন্সপেক্টর। গোটা ক্রিসমাসে ওই এলাকার পুলিশি ব্যবস্থাপনার দায়িত্বে ডিসি সাউথ আকাশ মাঘারিয়া।

2 / 5
পুলিশ মোতায়েন ২৪ ডিসেম্বর বিকেল ৪টে থেকে। রাতভর অতিরিক্ত নজরদারি।

পুলিশ মোতায়েন ২৪ ডিসেম্বর বিকেল ৪টে থেকে। রাতভর অতিরিক্ত নজরদারি।

3 / 5
স্পেশ্যাল QRT থাকবে ২টি। ওয়াচ টাওয়ার ৯টি। গোটা শহরে সিটি ওয়াচ প্যাট্রোলিং টিম ২০টি।

স্পেশ্যাল QRT থাকবে ২টি। ওয়াচ টাওয়ার ৯টি। গোটা শহরে সিটি ওয়াচ প্যাট্রোলিং টিম ২০টি।

4 / 5
পুলিশ সহায়তা কেন্দ্র থাকবে ১৫টি। সেন্ট পল'স ক্যাথিড্রালে ভিতরে-বাইরে এসিস্টেন্ট কমিশনারের নেতৃত্বে নজরদারি। বাকি সব গীর্জায় বাড়তিনজর।

২০ টি বড় ক্লাব ও হোটেলের বাইরে প্যাকেট। ২৭ টি শপিং কমপ্লেক্স ও মলে নজরদারি চলবে। শহরে ৫১ টি পুলিশ পিকেট থাকবে। প্রত্যেক ডিভিশনে রিজার্ভ ফোর্স।
২৫ ডিসেম্বর পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকার নিরাপত্তার দায়িত্বে ৬ ডিসি। ৩ জয়েন্ট সিপি থাকবেন।

পুলিশ সহায়তা কেন্দ্র থাকবে ১৫টি। সেন্ট পল'স ক্যাথিড্রালে ভিতরে-বাইরে এসিস্টেন্ট কমিশনারের নেতৃত্বে নজরদারি। বাকি সব গীর্জায় বাড়তিনজর। ২০ টি বড় ক্লাব ও হোটেলের বাইরে প্যাকেট। ২৭ টি শপিং কমপ্লেক্স ও মলে নজরদারি চলবে। শহরে ৫১ টি পুলিশ পিকেট থাকবে। প্রত্যেক ডিভিশনে রিজার্ভ ফোর্স। ২৫ ডিসেম্বর পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকার নিরাপত্তার দায়িত্বে ৬ ডিসি। ৩ জয়েন্ট সিপি থাকবেন।

5 / 5
Follow Us: