AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Parnasree Body Recovered: এমনভাবে পুকুরে ভাসছিল শরীরটা, পর্ণশ্রীতে পুকুর থেকে উদ্ধার নিখোঁজ ব্যক্তির দেহ

Parnasree Body Recovered: খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পর্ণশ্রী থানার পুলিশ। আসে বিপর্যয় মোকাবিলা দফতরের সদস্যরাও। ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা পুকুর থেকে দেহ উদ্ধার করেন।

Parnasree Body Recovered: এমনভাবে পুকুরে ভাসছিল শরীরটা, পর্ণশ্রীতে পুকুর থেকে উদ্ধার নিখোঁজ ব্যক্তির দেহ
পর্ণশ্রীতে দেহ উদ্ধার (নিজস্ব চিত্র)
| Edited By: | Updated on: Apr 06, 2022 | 9:32 AM
Share

কলকাতা: পুকুর থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পর্ণশ্রীতে। বুধবার সকালে পর্ণশ্রীর বটতলা বাজারের কাছে একটি পুকুর থেকে দেহ উদ্ধার হয়। মৃতের নাম অতনু মিত্র (৪৫)। মানসিক অবসাদে আত্মহত্যা নাকি অন্য কোনও কারণে মৃত্যু, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন অতনু। বাড়িতে জানিয়েছিলেন তিনি একটা কাজে যাচ্ছেন। দ্রুত ফিরবেন। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ শুরু করেন তাঁরা। প্রতিবেশী, আত্মীয়দের বাড়িতে খোঁজে। পরে তাঁরা থানায় একটি মিসিং ডায়েরিও করেন। বুধবার সকালে পাড়ারই পুকুরে তাঁর দেহ ভেসে থাকতে দেখেন প্রতিবেশীরা। পরে বাড়িতে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পর্ণশ্রী থানার পুলিশ। আসে বিপর্যয় মোকাবিলা দফতরের সদস্যরাও। ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা পুকুর থেকে দেহ উদ্ধার করেন। দেহটি বিদ্যাসাগর হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের পর স্পষ্ট হবে কী কারণে মৃত্যু। পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। করোনা পরিস্থিতিতে সেরকম কোনও কাজকর্ম ছিল না। ফলে অবসাদ বেড়েছিল আরও। পরিবারে আর্থিক অনটনও ছিল। পরিবার সূত্রে মনে করছে, মানসিক অবসাদের কারণেই তিনি আত্মহত্যা করেছেন।

এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ। প্রতিবেশী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে। এক স্থানীয় বাসিন্দা বলেন, “এমনিতে চুপচাপ থাকত। আয় ছিল না সেরকম। ফলে মন যে ভালো নেই, তা বাইরে থেকে দেখেই বোঝা যেত। আর কোনও কারণ রয়েছে কিনা, জানা নেই।”

আরও পড়ুন: তপন কান্দু খুনের প্রত্যক্ষদর্শীর ঝুলন্ত দেহ উদ্ধার, সুইসাইড নোটে বিস্ফোরক দাবি

আরও পড়ুন: গরীব টোটো চালককে তৃণমূল শ্রমিক নেতার নিদান; মানতে না পেরে আত্মহত্যা, দাবি স্ত্রীর