‘উন্নয়নই তৃণমৃলের নির্বাচনী হাতিয়ার’, TV9- কনক্লেভে পার্থ চট্টোপাধ্যায়

সুমন মহাপাত্র | Edited By: tista roychowdhury

Jan 31, 2021 | 11:01 AM

যাঁরা আসছেন তাঁরা প্লেন শক্তি, নাম না করে বিজেপিকে কটাক্ষ পার্থর

‘উন্নয়নই তৃণমৃলের নির্বাচনী হাতিয়ার’, TV9- কনক্লেভে পার্থ চট্টোপাধ্যায়
নিজস্ব চিত্র

Follow Us

কলকাতা: সব রাজনৈতিক দল লড়ে ভোটের জন্য কিন্তু তৃণমূল লড়াই করে মানুষের জন্য, মন্তব্য তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের। শনিবার TV9-এর কনক্লেভে হাজির ছিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সেখানে তিনি বলেন, মমতার লড়াই অনেক সময় দলীয় পতাকা বর্জিত হতে পারে, কিন্তু কখনোই মানুষ বর্জিত নয়।

বাংলাকে এবার পাখির চোখ করেছে বিজেপি। প্রায় প্রতিদিনই রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় বিজেপি নেতারা। সেই সঙ্গে সমানে চলছে তৃণমূলীদের দলবদল। শুক্রবারও বাংলা সফরে আসার কথা ছিল অমিত শাহের। কিন্তু দিল্লি বিস্ফোরণের কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সেই সফর মুলতুবি হয়ে গিয়েছে। তাতেও অবশ্য থেমে তৃণমূলত্যাগী ও ‘বেসুরো’ নেতাদের গেরুয়া শিবিরে যোগদান পর্ব থেমে থাকেনি। যা নিয়ে পার্থবাবুর কটাক্ষ, “যাঁরা আসছেন (কেন্দ্রীয় বিজেপি নেতা) তাঁরা প্লেন শক্তি। খরচা বাড়াচ্ছেন। কেউ প্লেন করে চলে যাচ্ছেন।”

আরও পড়ুন: Exclusive: মমতার দম্ভ বাংলাকে পিছিয়ে দিয়েছে, এবার প্রকৃত পরিবর্তন চাইছেন মানুষ: তেজস্বী সূর্য

তৃণমূলে থেকে কাজ করতে পারছেন না- দলবদলু নেতাদের সবাই প্রায় এই মন্তব্য করেই বিজেপিতে যোগ দিচ্ছেন। যা নিয়ে তৃণমূল মহাসচিবের প্রতিক্রিয়া, এঁরা সবাই বিজেপিতে ছবি হয়ে থাকবেন নাকি কোনও কাজে আসবেন তা আগামিদিনেই বোঝা যাবে। দলত্যাগীদের নিয়ে তৃণমূলের আলাদা কোনও মাথাব্যথা কিংবা চাপ আছে বলে মনে করেন না তৃণমূল মহাসচিব। রাজ্যের শিক্ষামন্ত্রীর দাবি, গত এক দশকে বাংলায় যা উন্নয়ন হয়েছে, সেটাই হবে তাঁদের ভোট প্রচারের অস্ত্র। পার্থর কথায়, ‘বাংলার সামগ্রিক পরিস্থিতি বিচার করে দেখা যাবে মমতার আমলে ঐতিহাসিক কাজ হয়েছে। কেউ কখনও ভাবতে পেরেছিলেন সারা রাজ্যবাসী বিনামূল্যে স্বাস্থ্যবিমা পাবেন?’ প্রশ্ন তৃণমূল মহাসচিবের। তিনি আরও দাবি করেন, এবারের ভোটে কোনও রাজনৈতিক দল তাঁদের সামনে চ্যালেঞ্জই নয়, বরং যারা টাকা দিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে, প্রভাবিত করার চেষ্টা করছে, সেই মানুষদের সঠিক বার্তা দেওয়াই হবে তাঁদের কাছে বড় চ্যালেঞ্জ।

আরও পড়ুন: Exclusive: ‘বাংলায় জিতবে বিজেপি’, সংখ্যাতত্ত্বে না গিয়ে আত্মবিশ্বাসী রাজনাথ

পার্থবাবু বারবার দাবি করেন, রাজ্যের উন্নয়নই তাদের আসল অস্ত্র। কিন্তু সংবাদমাধ্যমের একাংশ উন্নয়নের হালহকিকৎ নিয়ে তাঁদের প্রশ্ন করেন না। কোন কেন্দ্রীয় নেতা কী বললেন, শুধু সে নিয়েই তাত্রদারল প্রতিক্রিয়া চাওয়া হয়। তৃণমূল মহাসচিব একাধিকবার দাবি করেন, মমতা সরকারের উন্নয়নই হবে দলের প্রচারের হাতিয়ার। পার্থবাবুর মন্তব্য, “সফলতা দিয়ে অপপ্রচার আটকানো যায়।” বাংলায় মমতার কোনও বিকল্প নেই, বলেন পার্থ চট্টোপাধ্যায়।

Next Article