Exclusive: মমতার দম্ভ বাংলাকে পিছিয়ে দিয়েছে, এবার প্রকৃত পরিবর্তন চাইছেন মানুষ: তেজস্বী সূর্য

সুমন মহাপাত্র |

Jan 30, 2021 | 11:47 PM

মমতা সরকারের স্পনসর করা উগ্র মৌলবাদ এখন জাতীয় উদ্বেগের কারণ, দাবি তেজস্বীর

Exclusive: মমতার দম্ভ বাংলাকে পিছিয়ে দিয়েছে, এবার প্রকৃত পরিবর্তন চাইছেন মানুষ: তেজস্বী সূর্য
নিজস্ব চিত্র

Follow Us

কলকাতা: একুশের ভোটে বাংলাকে পাখির চোখ করেছে বিজেপি। মমতা সরকার দাবি করছে এবার উন্নয়নই হবে তাদের প্রচারের অন্যতম অস্ত্র। যার প্রেক্ষিতে বিজেপির দাবি, উন্নয়নের মানদণ্ডে বহু পিছিয়ে বাংলা। শনিবার TV9-এর কনক্লেভে হাজির ছিলেন বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য। সেখানে তিনি মন্তব্য করেন, বাংলার মানুষ এবার ‘আসল’ পরিবর্তন দেখতে চাইছেন।

কোনও রাজ্যের স্বার্থের ঊর্দ্ধে কোনও ব্যক্তির ইগো বা অহং- এর কোনও জায়গা থাকতে পারে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অহংকার বাংলাকে পিছিয়ে দিয়েছে। এমনই চূড়ান্ত অভিযোগ করলেন বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য। তাঁর কথায়, “প্রশাসনিক স্তরে রাজনীতি, দুর্নীতিকে প্রতিষ্ঠা দান এবং সর্বোপরি অপরাধমূলক রাজনীতিকরণ হল বাংলার প্রতি মমতাদির অহংকারিক অবদান।” উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে বাংলা পিছিয়ে পড়েছে বলে দাবি করেন তিনি। পাশাপাশি এ রাজ্যে সংখ্যালঘু তোষণ চলছে বলেও মন্তব্য করেন এই বিজেপি নেতা। তিনি জানান, মমতা সরকারের স্পনসর করা উগ্র মৌলবাদ এখন জাতীয় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একুশের বাংলা বিধানসভা ভোটের দিকে নজর রেখে তেজস্বীর দাবি, এই অশুভ শক্তিগুলির বিরুদ্ধেই বিজেপির লড়াই।

আরও পড়ুন: ‘বিজেপির উত্থানকে খাটো করে দেখছে সিপিএম’

তেজস্বী আরও বলেন, মানুষের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে মোদি সরকার। কিন্তু আয়ুষ্মান ভারত থেকে জলজীবন মিশন, কেন্দ্রের কোনও প্রকল্পকেই বাংলায় চালু করতে দেননি মমতা। নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বাংলার মানুষকে উন্নয়ন থেকে বঞ্চিত করেছেন মমতা। তাঁর কথায়, “দেশের আর একটি রাজ্য়ও প্রশাসনিক স্তরে রাজনীতি, দুর্নীতির প্রতিষ্ঠাকরণ এবং অপরাধমূলক রাজনীতির সাক্ষী হয়নি।”

উন্নয়ন নিয়ে মমতা সরকারকে একহাত নেন তিনি। বলেন, ২০১১ থেকে ২০২১ সাল, গত ১০ বছরে বিদেশি বিনিয়োগ টানতে বারবার ব্যর্থ হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। দেশের মোট বিদেশি বিনিয়োগের মাত্র এক শতাংশ ভাগ রয়েছে বাংলার, অভিযোগ তেজস্বী যাদবের। বাংলার স্বাস্থ্য পরিস্থিতি নিয়েও খোঁচা দেন বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি। তাঁর দাবি, গত পাঁচ বছরে সবচেয়ে বেশি সংখ্যক ডায়েরিয়া ও ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল এই বাংলাতেই। সর্বস্তরেই তৃণমূল সরকারের ব্যর্থতার কারণে পিছিয়ে রয়েছে বাংলা, অভিযোগ যুব মোর্চার সর্বভারতীয় সভাপতির।

Next Article