Partha Chatterjee: ‘বিচার হওয়া অবধি থাকব কি না জানি না’, বাইরে গর্জালেও বিচারকের সামনে আকুতি পার্থর

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 23, 2023 | 10:53 PM

Partha Chatterjee: কিছু বলতে চেয়ে বিচারকের কাছে আর্জি জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সেই মতো বৃহস্পতিবার প্রাক্তন মন্ত্রীকে বলার সুযোগ দেওয়া হয়েছে।

Partha Chatterjee: বিচার হওয়া অবধি থাকব কি না জানি না, বাইরে গর্জালেও বিচারকের সামনে আকুতি পার্থর
অলংকরণ- TV9 বাংলা

Follow Us

কলকাতা : সকাল থেকে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) মুখে বারবার শোনা গিয়েছে, ‘বলব, বলব, পরে বলব।’ কী বলবেন, তা খোলসা না করলেও বৃহস্পতিবার আদালত কক্ষে বিচারকের সামনে যে কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চান তিনি, তা স্পষ্ট হয়ে গিয়েছে। এদিন আদালত কক্ষে প্রবেশ করার সময় বাম নেতা সুজন চক্রবর্তী ও বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ করেছেন পার্থ চট্টোপাধ্য়ায়। তিনি নন, ওই সব নেতারাই যে আসলে দুর্নীতিতে যুক্ত, তেমনটাই দাবি করেছেন তিনি।

কোর্টে কী বললেন পার্থ?

  1. বৃহস্পতিবার দুপুর ১২ টা নাগাদ আদালত চত্বরে নিয়ে যাওয়া হয় পার্থকে। এদিন কী বলতে চান তিনি? আদালতে প্রবেশ করার সময় প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বলব, বলব, পরে বলব।’
  2. পরে আদালতে সওয়াল-জবাব চলাকালীন কুন্তল ঘোষ বা তাপস মণ্ডলের আইনজীবীরা সওয়াল করেন। তখন পার্থকে বলতে শোনা যায়, ‘আইনজীবী যা বলেছেন, তার সঙ্গে আমি কিছু বলতে চাই।’
  3. দুপুর ৩ টের সময় শুরু হয় দ্বিতীয় ধাপের শুনানি।
  4. পার্থ বিচারককে বলেন, ‘কয়েকটা কথা বলটে চাই। ৮ মাস ধরে জেলে রয়েছি। বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধা আছে।’
  5. আমার এখনও বিশ্বাস আছে, যাই ঘটুক না কেন, সত্য একদিন প্রকাশ হবে।
    আমার মন্ত্রী হওয়াটা কি অপরাধ? প্রশ্ন পার্থর।
  6. আমি খুব ভাল ছাত্র ছিলাম না, আবার খুব খারাপ ছাত্রও ছিলাম না। আমি ব্রিটিশ কাউন্সিল থেকে স্কলারশিপ পেয়েছি। স্যার কী অপরাধ করেছি? মন্ত্রী হওয়া অপরাধ?, বিচারককে বললেন পার্থ।
  7. পার্থ বলেন, ‘প্রাইমাফেসি মানে কি? মানে প্রাথমিকভাবে উঠে আসা। থানায় আমার নামে কোনও কেস নেই। আমি বিরোধী দলনেতা ছিলাম। কেউ আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে পারেনি।’
  8. আমি আইনের ছাত্র ছিলাম। আইনের প্রলেপ নমনীয় না হয়ে দমনীয় হবে স্যর? বিচারককে বললেন পার্থ।
  9. বিচারকের কাছে পার্থর বক্তব্য, ‘আমি কি পালিয়ে যাব? আমার মামা, মা বিজ্ঞানী। ছোটবেলা থেকে এখানে এসেছি। শুধু রাজনৈতিক নেতারাই কি প্রভাবশালী?’
  10. পার্থর দাবি, তিনি অন্ধকারে রয়েছেন। তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় সংস্থায় চাকরি করেছি ওদের চাপটা জানি।’
  11. বিচারক পার্থকে বলেন, আমি যদি জামিন না দিই। আপনার যদি সেটা পছন্দ না হয়, তাহলে উচ্চতর আদালতে যান। একথা শুনে পার্থ বলেন, স্যর অ্যাপেক্স কোর্ট বলছে আপনার হাতে জামিন দেওয়ার ক্ষমতা আছে।
  12. রাজনীতির কথা এখানে বলবেন না, পার্থকে বলেন বিচারক।
  13. ‘বিচার হওয়া অবধি থাকব কি না জানি না’, করুণ স্বরে বললেন পার্থ চট্টোপাধ্যায়।
  14. পার্থ বলেন, স্যর আমি নিয়োগকর্তা নই। আমি বোর্ড পরিচালক নই।
    প্রাক্তন শিক্ষামন্ত্রীকে বিচারক বলেন, ‘আমি আইনের বাইরে যেতে পারব না।
    জবাবে পার্থর অনুরোধ, স্যর আইনটা একটু দেখে নেবেন। পাবলিক প্রসিকিউটর মানে সিবিআই প্রসিকিউটর নয়। এটাই আমার বলার ছিল স্যর।’
  15. আদালতের বাইরে বেরিয়ে পার্থ বলেন, আমি দলের সঙ্গে আছি। আপনাকে কালিমালিপ্ত করা হচ্ছে? এই প্রশ্নের উত্তরে পার্থ বলেন, ‘যার নিজের কালি লেগে আছে, তারা আবার কি কালিমালিপ্ত করবে?’
Next Article