মহিলাদের বিরুদ্ধে অপরাধের অমীমাংসিত মামলা দেশের মধ্যে সবথেকে বেশি পশ্চিমবঙ্গেই

তন্নিষ্ঠা ভাণ্ডারী | Edited By: tista roychowdhury

Mar 08, 2021 | 7:16 PM

মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা (Crime against women) প্রতিনিয়ত সামনে আসছে। যদিও অপরাধের সংখ্যার নিরিখে বাংলার স্থান সবার উপরে নয়, তবে দেশের মধ্যে এই অমীমাংসিত মামলার হিসেবে শীর্ষে পশ্চিমবঙ্গ (West Bengal)।

মহিলাদের বিরুদ্ধে অপরাধের অমীমাংসিত মামলা দেশের মধ্যে সবথেকে বেশি পশ্চিমবঙ্গেই
ক্যানিয়ে মহিলাকে মারধর

Follow Us

কলকাতা: প্রত্যেক বছর ৮ মার্চ আসে, আবার চলেও যায়। কেন একটাই দিন নারীদের জন্য পালন করতে হয় (International Women’s Day), তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। আবার সে সব প্রশ্ন চাপা পড়ে যায় কালের নিয়মে। সারা বছর সংবাদ শিরোনামে যে সব খবর আসে, তাতে ৮ মার্চও তথ্য-পরিসংখ্যানগুলো চাপা পড়ে যায় না। মহিলাদের বিরুদ্ধে অপরাধ (Crime against women) যখন গোটা দেশ জুড়েই একটা জ্বলন্ত সমস্যা, তখন অমীমাংসিত মামলার নিরিখে শীর্ষে পশ্চিমবঙ্গ।

ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রেকর্ড (NCRB) অনুযায়ী, রাজ্যে অমীমাংসিত মামলার সংখ্যা দু লক্ষেরও বেশি। মোট অমীমাংসিত মামলার সংখ্যা ২ লক্ষ ৫৭ হাজার ২২৯. যা দেশের মধ্যে সর্বাধিক। এ রাজ্যের পরই রয়েছে মহারাষ্ট্র। সেখানে অমীমাংসিত মামলার সংখ্যা ২ লক্ষ ৭ হাজার ২২০। তালিকায় তৃতীয় নাম উত্তর প্রদেশের, সেখানে সংখ্যা ১ লক্ষ ৮৪ হাজার ৪৩৭। ওড়িশায় এমন মামলা রয়েছে ১ লক্ষ ১৪ হাজার ১৫৫।

তবে মহিলাদের বিরুদ্ধে অপরাধের সংখ্যায় দেশের মধ্যে প্রথম উত্তর প্রদেশ। ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রেকর্ড অনুযায়ী, ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত দু বছরে মহিলাদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা উত্তর প্রদেশে ৫৯ হাজার ৪৪৫। দ্বিতীয় মহারাষ্ট্র ও তিন নম্বরে পশ্চিমবঙ্গ। এই দুই বছরে এ রাজ্যে হিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা ঘটেছে ৩০ হাজার ৩৯৪।

আরও পড়ুন: নারী দিবসে একযোগে সংসদে উঠল মহিলা সংরক্ষণ বিল পাসের দাবি

উল্লেখ্য, নারী দিবসে উত্তর প্রদেশ ধর্ষণের শীর্ষে বলে ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এ দিন পরিসংখ্যানও তুলে ধরে বলেন, গুজরাট সরকারের হিসেব বলছে, দু বছরে ৩০৯৫টি ধর্ষণের ঘটনা ঘটেছে। ৪৮২৯টি অপহরণের ঘটনা, ১৮৫৩টি খুনের চেষ্টার ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, ধর্ষণের শীর্ষে আমেদাবাদ ও মোদীবাবুর পেয়ারের রাজ্য উত্তর প্রদেশ। পশ্চিমবঙ্গে নারী সুরক্ষায় কি কি করা হয়েছে সে সব হিসেবও দেন তিনি।

Next Article