Sandeshkhali: কাগজপত্র নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজির সন্দেশখালির বাসিন্দারা

Ranjit Dhar | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 19, 2024 | 3:33 PM

Sandeshkhali: ইডি অফিসারদের ওপর হামলা হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন শেখ শাহজাহান। এলাকার দাপুটে তৃণমূল নেতা বলে পরিচিত ছিলেন তিনি। রেশন দুর্নীতিতে আগেই জড়িয়েছিল তাঁর নাম, তবে পরবর্তীতে এলাকাবাসীর মুখে শোনা গিয়েছে একের পর এক গুরুতর অভিযোগ।

Sandeshkhali: কাগজপত্র নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজির সন্দেশখালির বাসিন্দারা
ইডি অফিসে সন্দেশখালির বাসিন্দারা
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: গত জানুয়ারি মাসের পর থেকেই শিরোনামে সন্দেশখালি। অভিযোগের পর অভিযোগে উত্তপ্ত হয়েছে এলাকা। বিক্ষোভের আগুনেও পুড়েছে সন্দেশখালি। আপাতত পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও তদন্ত চলছে পুরোদমে। সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশে শুরু হয়েছে সিবিআই তদন্ত। এবার ইডি দফতরে হাজির হলেন সেই সন্দেশখালির বাসিন্দারা। শুক্রবার সকালে একাধিক সন্দেশখালির বাসিন্দাকে প্রবেশ করতে দেখা যায় সিজিও কমপ্লেক্সে। তাঁদের হাতে ছিল বেশ কিছু নথিপত্র।

সূত্রের খবর, শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ করতেই সন্দেশখালি বাসিন্দারা উপস্থিত হয়েছেন ইডি দফতরে। মূলত মাছ ব্যবসায় বাধা দেওয়া থেকে জমি কেড়ে নেওয়ার অভিযোগ জানাতে ইডিও অফিস হাজির হয়েছেন তাঁরা। বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেল, সেই অভিযোগ সংক্রান্ত নথি নিয়েই উপস্থিত হয়েছেন তাঁরা।

জানা গিয়েছে, ইডি-র তরফ থেকে নোটিস পাঠিয়ে জানানো হয়েছিল যে সশরীরে এসে অভিযোগ জমা দিতে হবে। সেই মতো তথ্যপ্রমাণ সহ এদিন সে সব অভিযোগ গ্রহণ করেন তদন্তকারী আধিকারিকরা।

উল্লেখ্য, ইডি অফিসারদের ওপর হামলা হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন শেখ শাহজাহান। এলাকার দাপুটে তৃণমূল নেতা বলে পরিচিত ছিলেন তিনি। রেশন দুর্নীতিতে আগেই জড়িয়েছিল তাঁর নাম, তবে পরবর্তীতে এলাকাবাসীর মুখে শোনা গিয়েছে একের পর এক গুরুতর অভিযোগ। রাজ্য পুলিশ শাহজাহানকে গ্রেফতার করার পর ইডি ও সিবিআই হেফাজতে থেকেছেন তিনি। বর্তমানে জেলে বন্দি রয়েছেন শাহজাহান।

ইতিমধ্যেই হাইকোর্টের নির্দেশে একটি পোর্টাল খুলে অভিযোগ নিতে মেইল আইডিও প্রকাশ করেছে সিবিআই। যে কেউ চাইলে সেখানে অভিযোগ জানাতে পারবেন। সিবিআই-কে  ১৫ দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশও দিয়েছে আদালত।

Next Article