কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা হল কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার মামলা করেছেন আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস।
উল্লেখ্য, ইতিমধ্যে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্যের জেরে মামলা দায়ের করার অনুমতি চাওয়া হয়েছিল হাইকোর্টে। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম পরামর্শ দিয়েছিলেন মামলাকারীকে বৃহত্তর বেঞ্চে আবেদন করতে হবে।
নির্বাচনের পর এসএসকেএমে-এ আহত তৃণমূল কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিষেক। তারপরই ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপির দিকে আঙুল তোলেন তিনি। অভিষেককে বলতে শোনা যায়, “আমি বারবার বলছি বিচার ব্যবস্থার একাংশ বিজেপিকে মদত দিচ্ছে। অত্যন্ত বেদনাদায়ক এবং দুঃখজনক ঘটনা।”