কলকাতা: সন্ধ্যা থেকেই বাড়ছিল পুলিশের (Police) সংখ্যা। আদালতের নির্দেশিকা হাতে নিয়ে চাকরি প্রার্থীদের উঠে যাওয়ারও কথা লাগাতার ঘোষণা করে যাচ্ছিল পুলিশ। প্রতি ৫ মিনিট অন্তর অন্তর চলছিল মাইকিং। তবে ২০১৪ সালের চাকরি প্রার্থীদের (TET Agitators) সাফ জবাব, প্রাণ থাকতে তাঁরা অনশন মঞ্চ ছেড়ে উঠবেন না। তবে যেভাবে সন্ধ্যা থেকে করুণাময়ী চত্বরে পুলিশের সংখ্যা যেভাবে বাড়ছিল তাতেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছিল চাকরি প্রার্থীরা। অবশেষে ঘড়ির কাঁটা ১২টা পেরোতেই অ্যাকশন শুরু পুলিশের। চ্যাংদোলা করে আন্দোলনকারীদের তুলে দেওয়া হল অনশন মঞ্চ থেকে। আটকও করা হল বহু চাকরি প্রার্থীকে। টেনেহিঁচড়ে তোলা হয় বাসে।
সূত্রের খবর, গোটা ‘অপারেশন’ শেষ করতে পুলিশের লেগেছে মাত্র ২০ মিনিট। রাত১২টা ১৬ তে গোটা অনশন মঞ্চটিকেই বেআইনি ঘোষণা। ১২টা ৩৬ নাগাদ পুরো ফাঁকা এলাকা। এক নিমেষে শেষ হয়ে যায় ৮৪ দিনের আন্দোলন।যদিও শেষ মুহূর্ত পর্যন্ত মাটি কামড়ে পড়েছিলেন আন্দোলনকারীরা। বলপূর্বল তোলার সময় তাঁদের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তিও হয় পুলিশের। অনেক আন্দোলনকারী অসুস্থও হয়ে পড়েছেন বলে জানা যাচ্ছে। আসে অ্যাম্বুলেন্সও। এদিকে চাকরিপ্রার্থীদের গাড়িতে তোলার পর গোটা এলাকাও মূহূর্তেই পরিস্কার করে ফেলে পুলিশ। আন্দোলনকারীদের ফ্লেক্স, পোস্টার সহ যাবতীয় যা জিনিস রাস্তায় পরে ছিল তাও তুলে ফেলা হয়। একইসঙ্গে রাস্তায় আটকানো কাগজের পোস্টারও ছিঁড়ে ফেলতে দেখা যায় পুলিশকে। সহজ কথায়, এই এলাকায় যে বিগত চারদিন ধরে একটা অনশন-আন্দোলন চলছিল সেই নমুণাই রাখেনি পুলিশ।
মধ্যরাতে করুণাময়ীতে মহানাটক নিয়ে ইতিমধ্যেই বিস্তর চাপানউতর শুরু হয়েছে রাজনৈতিক মহলেও। বাংলার বর্তমান পরিস্থিতিকে হিটলারের জার্মানির সঙ্গে তুলান করে টুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চাঁচাছোলা ভাষায় তোপ দাগেন মমতার সরকারের বিরুদ্ধে। টুইটে তোপ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারেরও। তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগান নিয়েও কটাক্ষ করেন তিনি।
Didi’s Khela Hobe had new meaning today when Police started applying brute force & detaining TET 2014 qualified students who were protesting against the state govt for their legitimate demands.
Youths have no future in this TMC govt. This govt must go.
pic.twitter.com/pIjODU5Gkd— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) October 20, 2022