Police: দফায় দফায় পুলিশি অভিযান, রাজ্যের নানা প্রান্ত থেকে মোট কত আগ্নেয়াস্ত্র উদ্ধার? গ্রেফতার কত?
Police: সমস্ত জেলার পুলিশ সুপারের কাছে বেআইনি অস্ত্র উদ্ধারের জন্য রাজ্য পুলিশ ডিরেক্টরেট থেকে নির্দেশিকাও পাঠানো হয়েছে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই রাজ্যের ৬ কেন্দ্রে হয়েছে উপনির্বাচন। নির্বাচনকে মাথায় রেখে আগে থেকেই আইন-শৃঙ্খলা ব্যবস্থা ঠিক রাখতে মাঠে নামে প্রশাসন।
কলকাতা: কসবার ঘটনায় শোরগোল চলছেই। বারবার প্রশ্ন উঠছে রাজ্যের আইন-শৃঙ্খলা থেকে আম-আদমির নিরাপত্তা নিয়ে। এরইমধ্যে জেলায় জেলায় আগ্নেয়াস্ত্র উদ্ধারে তৎপর পুলিশ। গত ২৪ ঘণ্টায় ৯টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। গ্রেফতারির সংখ্যা ৫। বারুইপুর পুলিশ জেলা, ডায়মন্ড হারবার পুলিশ জেলা, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে পুলিশি অভিযান হয়।
শুধু এই এলাকাই নয়, অভিযান চলে হাওড়া কমিশনারেট এলাকাতেও। সেখানে সাফল্যের মুখ দেখেছে পুলিশ। এছাড়াও সিআইডির স্পেশ্যাল অপারেশন গ্রুপের তরফে বনগাঁয় অভিযান চালানো হয়। এছাড়াও বিভিন্ন পুলিশ জেলা, কমিশনারেট এলাকায় অভিযান চালানো হচ্ছে পুলিশের তরফে। চলছে ধরপাকড়।
এই খবরটিও পড়ুন
সমস্ত জেলার পুলিশ সুপারের কাছে বেআইনি অস্ত্র উদ্ধারের জন্য রাজ্য পুলিশ ডিরেক্টরেট থেকে নির্দেশিকাও পাঠানো হয়েছে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই রাজ্যের ৬ কেন্দ্রে হয়েছে উপনির্বাচন। নির্বাচনকে মাথায় রেখে আগে থেকেই আইন-শৃঙ্খলা ব্যবস্থা ঠিক রাখতে মাঠে নামে প্রশাসন। সামনেই আবার ২৩ তারিখ ভোটের ফল। সে কারণেও রাখা হচ্ছে বাড়তি নজর। এরইমধ্য়ে গোটা রাজ্যে নানা প্রান্তে লাগাতার গোষ্ঠী সংঘর্ষের খবর এসেছে। রক্তপাত থেকে মৃত্যু, বাদ যায়নি কিছুই। এমতাবস্থায় লাগাতার পুলিশি অভিযান নিয়ে চলছে তুমুল চর্চা।