AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: ‘ইলেকট্রিক শক লাঠি, টিয়ার গ্যাস, রাবার বুলেট নিয়ে নেমেছিল পুলিশ’, ক্ষয়ক্ষতির হিসাব কষে দিলেন শুভেন্দু

Suvendu Adhikari: এর আগে আন্দোলনের মঞ্চ থেকেও পুলিশের বিরুদ্ধে গর্জে উঠতে দেখা গিয়েছিল শুভেন্দুকে। তখনই জানিয়েছিলেন প্রায় শতাধিক মানুষ আহত হয়েছিলেন। অর্জুন সিংয়ের মাথা ফাটে। অশোক দিন্দাও আহত।

Suvendu Adhikari: ‘ইলেকট্রিক শক লাঠি, টিয়ার গ্যাস, রাবার বুলেট নিয়ে নেমেছিল পুলিশ’, ক্ষয়ক্ষতির হিসাব কষে দিলেন শুভেন্দু
কী বললেন শুভেন্দু অধিকারী? Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Aug 09, 2025 | 5:32 PM
Share

কলকাতা: “কলকাতা পুলিশ মেরেছে। কয়েকজন পুরুষ পুলিশ, কয়েকজন মহিলা পুলিশ এসে আমাকে মেরেছে। হাতের শাঁখাটা ভেঙে দিয়েছে। পিঠে লেগেছে। আমাকে ফেলে দেওয়া হয়েছিল।” আন্দোলন মঞ্চ থেকে বলেছিলেন তিলোত্তমার মা। শেষ পর্যন্ত যেতে হল হাসপাতালে। বিকালে সেখানে তাঁকে দেখতে গেলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেখতে গিয়েছিলেন জুনিয়র ডাক্তরারও। সেখানেই ফের একবার কলকাতা পুলিশের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গেল শুভেন্দুকে। একইসঙ্গে ক্ষয়ক্ষতির হিসাবও কষে দিলেন। 

এর আগে আন্দোলনের মঞ্চ থেকেও পুলিশের বিরুদ্ধে গর্জে উঠতে দেখা গিয়েছিল শুভেন্দুকে। তখনই জানিয়েছিলেন প্রায় শতাধিক মানুষ আহত হয়েছিলেন। অর্জুন সিংয়ের মাথা ফাটে। অশোক দিন্দাও আহত। এবার তিলোত্তমার মাকে দেখতে এসে পুলিশের বিরুদ্ধে ফের একবার সুর চড়িয়ে বললেন, “অনেকেই নবান্ন অভিযান সেটিং করে করেন। আমরা তো পুলিশের সঙ্গে কথা বলেনি। সে কারণেই জাভেদ শামিম, সুপ্রতীম সরকার, মনোজ ভার্মারা বলছিলেন কে ডেকেছে জানি না। কত লোক হবে জানি না। কোথা থেকে হবে জানি। কেন বলে করতে হবে! হাইকোর্ট তো বলেই দিয়েছে এটা অধিকারী। আন্দোলকারীদের কারও হাতে একটাও লাঠি ছিল না। একটা লোকের হাতেও ইট-পাথর ছিল না। ওরা ইলেকট্রিক শক লাঠি, স্টিলের লাঠি, বেত, টিয়ার গ্যাস, রাবার বুলেট, সব কিছু নিয়ে সজ্জিত হয়ে এসেছিল। রাজীব কুমারের বাহিনী আর মনোজ কুমারের বাহিনী নেমেছিল ৩০ থেকে ৪০ হাজার আন্দোলনকারীর উপর।” কিন্তু হাসপাতালে ভর্তি কতজন?  

শুভেন্দু বলছেন, ওই একই হাসপাতালে ভর্তি রয়েছেন ৬ জন। তার মধ্যে রেবেকা মোল্লার হাত ভেঙেছে। মাথায় সেলাই পড়েছে। স্ক্যান হচ্ছে। বাঁকুড়ার একটা ছেলের গাল কেটেছে, কান কেটেছে, হাত কেটেছে। এর বাইরেও আরও আরও ১৫-১৬ জনকে কাউন্সিলর সজল ঘোষের নার্সিংহোমে এবং রেলের হাসপাতাল ভর্তি করা হয়েছে।