Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kasba Student Death: ময়নাতদন্তের রিপোর্ট হাতেই দিচ্ছে না পুলিশ, কসবার ছাত্রমৃত্যুতে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে মামলা দায়ের

Kasba Student Death: পুলিশ মিনিট দশেকের একটা ফুটেজ দিয়েছে, যার মধ্যে যে ঘরে শেষবার ওই ছাত্রকে ঢুকতে দেখা গিয়েছে, সেই ঘরের ফুটেজ নেই। মামলাকারীর আরও আরও অভিযোগ, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার জন্য পুলিশের কাছে বারবার বলেও লাভ হচ্ছে না।

Kasba Student Death: ময়নাতদন্তের রিপোর্ট হাতেই দিচ্ছে না পুলিশ, কসবার ছাত্রমৃত্যুতে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে মামলা দায়ের
প্রতীকী ছবিImage Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 18, 2023 | 3:24 PM

কসবা: কসবার সিলভার পয়েন্ট স্কুলে দশম শ্রেণির ছাত্রের রহস্য মৃত্যুতে মামলায় এবার পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মামলা দায়ের হাইকোর্টে। পরিবারের অভিযোগ, কসবা থানা ৪ সেপ্টেম্বরের ঘটনার সময়ের স্কুলের সঠিক সিসিটিভি ফুটেজ পরিবারকে দিচ্ছে না। পুলিশ মিনিট দশেকের একটা ফুটেজ দিয়েছে, যার মধ্যে যে ঘরে শেষবার ওই ছাত্রকে ঢুকতে দেখা গিয়েছে, সেই ঘরের ফুটেজ নেই। মামলাকারীর আরও আরও অভিযোগ, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার জন্য পুলিশের কাছে বারবার বলেও লাভ হচ্ছে না। অথচ ওই রিপোর্ট পাওয়ার অধিকার পরিবারের রয়েছে। ইনকোয়েস্ট বা সুরতহাল ঘটনার পরেই হওয়ার কথা। কিন্তু এই ক্ষেত্রে হয়েছে মৃত্যুর পরের দিন। তাই পুলিশের ভূমিকায় রহস্য আরও ঘনীভূত হয়েছে। দ্বিতীয় ময়না তদন্ত ও নতুন করে ইনকোয়েস্ট করার আবেদন করে মামলা দায়ের।

এই মামলাটি কলকাতা হাইকোর্টে গৃহীত হয়েছে। মঙ্গলবার এই মামলাটি শুনবে বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ।

প্রসঙ্গত, গত ৫ সেপ্টেম্বর কসবার একটি বেসরকারি ইংরাজি মাধ্য়ম স্কুলের পাঁচ তলা থেকে পড়ে দশম শ্রেণির এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়। সেই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধেও একের পর এক বিস্ফোরক অভিযোগ করে ছাত্রের বাবা। মানসিক নির্যাতন করার অভিযোগ তোলেন তিনি। ঘটনার পরই স্কুলের প্রিন্সিপ্যাল, ভাইস প্রেন্সিপ্যাল ও দুই শিক্ষিকার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ছাত্রের বাবা। এবার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল পরিবার।