Post Poll Violence: ভোট পরবর্তী হিংসা মামলায় দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট পেশ করবে সিবিআই

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 23, 2021 | 10:14 AM

Post Poll Violence Case: তার ভিত্তিতেই তদন্তের স্ট্যাটাস রিপোর্ট আজ জমা পড়তে পারে। অক্টোবরে মুখবন্ধ খামে আরও একটি স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সিবিআই।

Post Poll Violence: ভোট পরবর্তী হিংসা মামলায় দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট পেশ করবে সিবিআই
ভোট পরবর্তী হিংসায় তদন্ত সিবিআইয়ের (ফাইল ছবি)

Follow Us

কলকাতা: ভোট পরবর্তী হিংসার মামলায় হাইকোর্টে দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে চলেছে সিবিআই। ৫০ টি এফআইআর ইতিমধ্যেই রুজু হয়েছে। তার ভিত্তিতেই তদন্তের স্ট্যাটাস রিপোর্ট আজ জমা পড়তে পারে। অক্টোবরে মুখবন্ধ খামে আরও একটি স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সিবিআই।

সেপ্টেম্বরের ২২ তারিখেই এই স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার প্রস্তুতি শুরু করেন তদন্তকারীরা।
নিজাম প্যালেসে রিভিউ বৈঠকেও বসেন তাঁরা। দিল্লি থেকে জয়েন্ট ডিরেক্টররা আসেন কলকাতায়। সূত্রের খবর, কতগুলি এফআইআর হল, কতগুলি চার্জশিট জমা পড়েছে, কতজন গ্রেফতার হয়েছে, তা উল্লেখ থাকবে সেই রিপোর্টে।

তদন্তের অগ্রগতি কতদূর হয়েছে, আর কী কী করা দরকার, তা নিয়ে আলোচনা ও তদন্তকারী অফিসারদের পরামর্শ দেওয়া হয়। ভোট পরবর্তী হিংসার তদন্তে মোট ৮৪ জন তদন্তকারী অফিসার বা আইও-র মধ্যে ইন্সপেক্টর, ডিএসপি পদমর্যাদার অফিসার রয়েছেন। এছাড়া ২৫ জন কর্তা রয়েছেন এই দলে। জয়েন্ট ডিরেক্টর, ডিআইজি, এসপি পদমর্যাদার এই ২৫ জন অফিসার।

বুধবারই ভোট পরবর্তী হিংসা মামলায় একটি এফআইআর দায়ের করে সিবিআই। পূর্ব মেদিনীপুরের মরিসদাহতে গত মার্চ মাসের একটি খুনের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা রুজু হল। এই নিয়ে ভোট পরবর্তী হিংসার ঘটনায় ৪৯ টি মামলা হল। ডিসেম্বরের ৯ তারিখে ভোট পরবর্তী হিংসার তদন্তে আরও দুটি মামলা রুজু করে সিবিআই। রায়নাতে অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় খুনের মামলা রুজু করা হয়েছে। বারাসতে খুনের চেষ্টার ঘটনায় খুনের মামলা রুজু করতে চলেছে সিবিআই।

রাজ্যে ভোট পরবর্তী হিংসার তদন্ত চলছে পুরোদমে। অভিযোগের ভিত্তিতে জেলায় জেলায় গিয়ে তদন্ত শুরু করেছে সিবিআই। ইতিমধ্যেই বেশ কয়েকটি এফআইআর দায়ের হয়েছে। পাশাপাশি ধড়পাকড়ও চলছে। ভোট পরবর্তী হিংসায় ধর্ষণের চেষ্টার মামলা রুজু করে সিবিআই। মুর্শিদাবাদের এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এই মামলা রুজু করা হয়। সেই কান্দির উগ্র ভাটপাড়া গ্রামে ‘স্পট ভিজিট’-এ এলেন কেন্দ্রীয় গোয়েন্দার বিশেষ প্রতিনিধি দল।

গত ৯ মে মুর্শিদাবাদের নবগ্রাম থানার অনন্তপুর গ্রামে কয়েক জন দুষ্কৃতীর হাতে ধর্ষিত হয় কান্দি থানার উগ্র ভাটপাড়া গ্রামের বাসিন্দা এক নাবালিকা। এমনই অভিযোগ ওঠে। এক বান্ধবীর সঙ্গে ওই নাবালিকা যখন সাইকেলে বাড়ি ফিরছিল, তখন কয়েক জন যুবক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ওই নাবালিকার বান্ধবী কোনও ক্রমে সেখান থেকে পালিয়ে প্রাণ বাঁচান। জানা গিয়েছে ওই নাবালিকা স্থানীয় স্কুলের দশম শ্রেণির ছাত্রী। ধর্ষণের অভিযোগে তিন অভিযুক্তকে পূর্বেই গ্রেফতার করেছিল জেলা পুলিশ। কিন্তু তারপরে পুলিশ আর কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ ওঠে। এমনকী,ওই তিন দুষ্কৃতী জামিনও পেয়ে যায়।

ওই নির্যাতিতা নাবালিকার পরিবারের দাবি,  বারবার পুলিশের দ্বারস্থ হয়েও কোনও লাভ হয়নি। পরে আদালতের দ্বারস্থ হয়েছিলেন পরিবার। সেই অভিযোগের ভিত্তিতেই এই মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসার তদন্তে আদালত নির্দেশ দিয়েছিল, যে সব মামলার তদন্ত রাজ্য পুলিশ করেনি, সেই ক্ষেত্রেও তদন্ত করতে হবে সিবিআই-কে।

আরও পড়ুন: রাজ্য কমিটি থেকে নাম বাদ, তালিকা গ্রুপে ঢুকতেই ‘লেফট’ হয়ে গেলেন সায়ন্তন বসু

Next Article