ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে সূত্র খুঁজতে এবার সিবিআইয়ের ‘ক্যাপ্টেন কুল’

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 24, 2021 | 12:29 PM

Post Poll Violence: এবার সেই ধর্ষণ, খুন মামলার তদন্তভার হাতে নিলেন সিবিআই-এর 'ক্যাপ্টেন কুল' অখিলেশ সিং।

ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে সূত্র খুঁজতে এবার সিবিআইয়ের ক্যাপ্টেন কুল
সিবিআই কর্তা অখিলেশ সিং

Follow Us

কলকাতা: এতদিন তিনি কয়লা ও গরু পাচারের তদন্তভার সামলেছেন। নারদ তদন্তের ভারও ছিল তাঁরই হাতে। ফলে শাসকদলের বিভিন্ন বিতর্কিত নেতার ফাঁকফোকড়, খুঁটিনাটি নানান তথ্য রয়েছে সম্পর্কে তিনি বিশদ অবগত। ভোট পরবর্তী হিংসা মামলায় তাই তাঁরই ওপর বিশেষ দায়িত্ব চাপাল সিবিআই।
সিবিআইয়ের ডিআইজি অখিলেশ সিংহের দায়িত্ব বাড়ালো দিল্লি।

ভোট পরবর্তী হিংসা মামলায় পাঁচ বিচারপতির আলাদা আলাদা পর্যবেক্ষণ থাকলেও, সকলেই সর্বসম্মতভাবে গুরুতর অভিযোগের তদন্তভার সিবিআইকে দিয়েছেন। পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে নির্দেশ আদালতের নজরদারিতে, খুন, ধর্ষণ, ধর্ষণের চেষ্টার অভিযোগের তদন্ত করবে সিবিআই। অনান্য অভিযোগের তদন্ত করবে সিট।

এবার সেই ধর্ষণ, খুন মামলার তদন্তভার হাতে নিলেন সিবিআই-এর ‘ক্যাপ্টেন কুল’ অখিলেশ সিং। সোমবারই তিনি দায়িত্বভার হাতে নিয়েছেন। অসম ক্যাডারের আইপিএস অখিলেশ একজন দক্ষ আধিকারিক। পরবর্তী তিনি ডিআইজি র্যাঙ্কের অফিসার হন। দুর্নীতি দমন ও স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চ- দুটি শাখার দায়িত্ব দক্ষতার সঙ্গে সামলেছেন তিনি।

এর আগে বাংলায় যে মামলাগুলিতে শাসকদলের নেতা মন্ত্রীর নাম জড়িয়েছে, যেমন নারদ মামলা কিংবা কয়লা-গরু পাচার চক্র- তাতে বেশি কৌশলী ভূমিকায় তদন্ত সামলেছেন অখিলেশ সিং। এমনকি যেদিন নারদা কাণ্ডে চার নেতা মন্ত্রীকে গ্রেফতার করে নিয়ে আসা হয়, সেদিনও নিজাম প্যালেসে উপস্থিত ছিলেন অখিলেশ সিং।

দিনটা ছিল গত ১৭ মে। নারদ মামলায় চার হেভিওয়েট নেতাকে গ্রেফতারের পরই নিজাম প্যালেসে সিবিআই দফতরের সামনে ধরনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিকে. সিবিআই আদালতে চার হেভিওয়েটের জামিনের শুনানি চলাকালীন উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মলয় ঘটক। বাইরে তখন তৃণমূল কর্মীদের চরম বিক্ষোভ। আর ভিতর সরগরম মুখ্যমন্ত্রীর ধরনায়! সূত্র মারফত জানা যায়, সেদিক অত্যন্ত সুকৌশলে বিচক্ষণতার সঙ্গে গোটা পরিস্থিতি সামলেছিলেন অখিলেশ সিং।

গোটা আবহে গা ভাসিয়ে না দিয়ে ঠান্ডা মাথায় পর্যালোচনা করেছেন, কথা বলেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন। দুঁদে আধিকারিকদের কথাতেই, সেদিন এই দক্ষ কর্তা পরিস্থিতি সামলেছিলেন অত্যন্ত বিচক্ষণভাবে। যাতে মুখ্যমন্ত্রী বাইরে বেরিয়ে সিবিআই-এর বিরুদ্ধে একটি উচ্চবাক্যও করতে পারেননি। বরং তির ছুড়েছিলেন বিজেপির দিকেই।

সিবিআই-এর তদন্তের গতি নিয়ে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব বেশি কথা বলতে শোনা যায়নি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাই এই পরিস্থিতি ঠান্ডা মাথার অফিসারের ওপরেই ভরসা রাখছে।

মঙ্গলবারই তিনি সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছেছেন তিনি। অখিলেশ সিং এবার স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন। খুন, ধর্ষণের ঘটনার তদন্ত করবেন তিনি। সূত্রের খবর, ভোট পরবর্তী হিংসায় সব থেকে বেশি আক্রান্ত তিনটি জেলায় গিয়ে আক্রান্তদের সঙ্গে কথা বলবেন গোয়েন্দারা। ভোট পরবর্তী হিংসায় খুন ও ধর্ষণে আক্রান্তদের সঙ্গে কথা বলে ‘মোডাস অপারেন্ডি’ জানার চেষ্টা করা হবে। তার ভিত্তিতেই তৈরি হবে প্রাথমিক রিপোর্ট। গোটা বিষয়টির তত্ত্বাবধানে থাকবেন অখিলেশ সিং। আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসা মামলা: চেয়েও মেলেনি পুলিশি-রিপোর্ট, এবার জেলা ঘুরে সরাসরি আক্রান্তদের কাছে সিবিআই

Next Article