‘স্বাস্থ্য, শিক্ষা এবং শিল্পের উন্নয়নের মাধ্যমেই তৈরি হবে সোনার বাংলা’, ভার্চুয়াল সভায় বললেন মোদী

ঋদ্ধীশ দত্ত |

Apr 23, 2021 | 5:53 PM

এর আগে কলকাতার ব্রিগেডে এসে সভা করেছিলেন মোদী। যদিও নির্বাচনী মরসুমে তাঁর কলকাতার শেষ সভা এ দিন বাতিল হয়ে যায়। শহিদ মিনার চত্বরে এই সভা হওয়ার কথা ছিল। 

স্বাস্থ্য, শিক্ষা এবং শিল্পের উন্নয়নের মাধ্যমেই তৈরি হবে সোনার বাংলা, ভার্চুয়াল সভায় বললেন মোদী
নিজস্ব চিত্র

Follow Us

কলকাতা: করোনার দ্বিতীয় ঢেউয়ের বাড়বাড়ন্তের কারণে শুক্রবারের বঙ্গ সফর বাতিল করলেন ভার্চুয়াল বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জরুরি পরিস্থিতির জেরে না আসতে পারার জন্য ক্ষমাও চেয়ে নেন তিনি। এরপর তিনি বলেন, “আমি বাংলার বাইরে থাকলেও সর্বদা রবিঠাকুরের একটি পংক্তি মনে পড়ে। সেটা হল, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।” এর আগে কলকাতার ব্রিগেডে এসে সভা করেছিলেন মোদী। যদিও নির্বাচনী মরসুমে তাঁর কলকাতার শেষ সভা এ দিন বাতিল হয়ে যায়। শহিদ মিনার চত্বরে এই সভা হওয়ার কথা ছিল।

মোদী এ দিন বলেন, “পশ্চিমবঙ্গে একটি ইতিবাচক পরিবর্তন প্রয়োজন। এই পরিবর্তন কেবল ক্ষমতা বদলের পরিবর্তন নয়। বরং এই নির্বাচনী আমি এক আশাবাদী পশ্চিমবঙ্গকে উঠে আসতে দেখতে পাচ্ছি। আরও উন্নততর বিকল্প এবং জীবনশৈলীর জন্য মানুষের মধ্যে সহজাত একটা চাহিদা দেখতে পাচ্ছি। ভেদাভেদ মুক্ত এবং সদ্ভাব যুক্ত সরকারের জন্য মানুষ ভোট দিচ্ছেন। বঙ্গবাসীর যা যা ইচ্ছা রয়েছে তা পূরণ করতে বিজেপি প্রতিজ্ঞাবদ্ধ।”

বক্তব্যের মধ্যে মাঝে মধ্যেই বাংলায় কথা বলে ওঠেন মোদী। তাঁকে বলতে শোনা যায়, “বিজেপি বাংলার যুবদেরকে দেবে চাকরি। বিজেপি বাংলার মা-বোনেদের দেবে সুরক্ষা।” চাকরিজীবী, ব্যবসায়ী বা চাষি, সব শ্রেণির মানুষের জন্যই কিছু না কিছু প্রতিশ্রুতি এ দিন করতে শোনা যায় নমোকে।

মোদীর মতে, আমাদের দেশের পঞ্চায়েত ব্যবস্থা সর্বদাই গণতন্ত্রের গৌরব হয়ে ধরা দিয়েছে। কিন্তু পঞ্চায়েত ব্যবস্থা থেকে শুরু করে পুরনিগমের গণতন্ত্র, তৃণমূল সরকারের আমলে সেগুলি লুণ্ঠিত হয়েছে বলে ঘুরিয়ে দাবি করেন প্রধানমন্ত্রীর। এগুলির গণতন্ত্র নতুন করে স্থাপন করাই বিজেপির প্রাথমিক উদ্দেশ্য বলে জানান তিনি।

আরও পড়ুন: করোনা পরিস্থিতিতে বড় ঘোষণা কেন্দ্রের! ৮০ কোটি মানুষকে নিখরচায় রেশন

রাজ্যে বর্তমান তৃণমূল সরকারের আমলে তোলাবাজি, গুণ্ডারাজ এবং রাজনীতির কারণে বিনিয়োগ আসেনি বলেও এ দিন দাবি করতে শোনা যায় মোদীকে। পানীয় জলের অভাব এবং স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতির পাশাপাশি শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্যও বিজেপি সরকার কাজ করবে বলে প্রতিশ্রুতি দিতে শোনা যায় মোদীকে। তিনি বলেন, “স্বাস্থ্য, শিক্ষা এবং শিল্পের উন্নয়নের মাধ্যমেই সোনার বাংলার নির্মাণ সম্ভব।”

ভাষণ শেষ করার আগে তিনি বলেন, “বাংলা নির্বাচনে আর দু’দফা বাকি। এটা আমার শেষ সভা বলতে পারেন। এখনও পর্যন্ত বাংলায় খুব ভাল ভোটিং হয়েছে। আপনারা ভবিষ্যতেও এমনটাও চালিয়ে বলে আশা রাখছি। বাংলা লড়বে, বাংলা জয়লাভ করবে। আগামী ২ মে বাংলায় নতুন সূর্যোদয় হবে। আমি শপথগ্রহণ অনুষ্ঠানে এসে আপনাদের আর্শীবাদ নেব।” মোদী আরও বলেন, “করোনা থেকে নিজেদের সুরক্ষিত রাখুন। করোনার বিরুদ্ধে এই লড়াইয়ে একজোট হয়েই আমাদের লড়তে হবে। টিকাকরণের পরেও সকলে মাস্ক পরবেন।”

আরও পড়ুন: দ্রুত অক্সিজেন পৌঁছে দেবে রেল ও বায়ুসেনা, মুখ্যমন্ত্রীদের আশ্বাস নমোর

Next Article