দ্রুত অক্সিজেন পৌঁছে দেবে রেল ও বায়ুসেনা, মুখ্যমন্ত্রীদের আশ্বাস নমোর
অক্সিজেন সরবরাহে রেল, বায়ুসেনাকে ব্যবহার করা হচ্ছে। এছাড়াও তিনি জানান, রাজ্যগুলিকে ১৫ কোটি টিকা দিয়েছে কেন্দ্র। জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।
দেশ: করোনা (Corona) অতিমারিতে যে ১১ রাজ্য ও কেন্দ্রশাসিত রাজ্যের অবস্থা সবচেয়ে খারাপ, তাদের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। শুক্রবার এই ভার্চুয়াল বৈঠকে জীবনদায়ী ওষুধের কালোবাজারি রুখতে রাজ্যগুলিকে কড়া অবস্থান নিতে বলেন মোদী। সেই সঙ্গে অক্সিজেন সরবরাহের ক্ষেত্রে সমন্বয়ের বার্তা দিলেন তিনি। জানালেন, অক্সিজেন সরবরাহে রেল, বায়ুসেনাকে ব্যবহার করা হচ্ছে। এছাড়াও তিনি জানান, রাজ্যগুলিকে ১৫ কোটি টিকা দিয়েছে কেন্দ্র। অতিমারি পরিস্থিতিতে রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সমন্বয় রেখে কাজ করে যাওয়া হবে।
এদিনের বৈঠকে অক্সিজেনের অভাব নিয়ে সরব হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তবে প্রধানমন্ত্রী জানিয়েছেন, অতিমারির বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে কেন্দ্র। তাঁর কথায়, যদি আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করি তবে প্রয়োজনীয় জিনিসের অভাব হবে না।
Discussed the COVID-19 situation with Chief Ministers of the states seeing a surge in infections. We discussed the steps being taken to strengthen the fight against the pandemic. https://t.co/vE3UAHXmMr
— Narendra Modi (@narendramodi) April 23, 2021
প্রধানমন্ত্রী জানান, রেল ও বায়ুসেনাকে ব্যবহার করে দ্রুত অক্সিজেন পৌঁছনোর পদক্ষেপ করেছে কেন্দ্র। তবে ওষুধ ও ইঞ্জেকশনের কালোবাজারি রুখতে ১১ রাজ্য ও কেন্দ্রশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীকে কড়া পদক্ষেপের আর্জি জানান তিনি। বলেন, কোনওভাবেই হাসপাতালের সুরক্ষা ব্যবস্থায় যেন কোনও ফাঁকফোঁকর না থাকে। পাশাপাশি, মুখ্যমন্ত্রীদের আশ্বস্ত করে তিনি জানালেন, অক্সিজেন সরবরাহ বাড়ানোর নিরন্তর প্রচেষ্টা চলছে।
আরও পড়ুন: করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ রুখতে মোদীর ৯ দাওয়াই
এদিকে এদিনের বৈঠক নিয়েও প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। জানান, রাজ্যের করোনা পরিস্থিতি খারাপ হলেও এই বৈঠকে তাঁকে ডাকা হয়নি। শুক্রবার দুর্গাপুর থেকে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখান থেকে তিনি অভিযোগ করেন, ‘আমাকে প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) করোনা বৈঠকে ডাকা হয়নি। বৈঠকে ডাকলে অবশ্যই যেতাম।’ পাশাপাশি,এদিন ফের একবার কোভিডের দ্বিতীয় ঢেউয়ের জন্য কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেন মমতা বন্দ্যোপাধ্যায়।