বিধাননগর: বিধাননগর পূর্ব থানায় পুলিশি হেফাজতে থাকাকালীন এক বন্দীর মৃত্যু! সূত্রের খবর, দেহে পাওয়া গিয়েছে একাধিক কালশিটে দাগ। তবে মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশ সূত্রে খবর, কাস্ট সার্টিফিকেট জাল করে প্রতারণা করার অভিযোগে নদিয়ার হরিপাড়ার বাসিন্দা রতিশ দেবনাথ নামে বছর ৫৬ এর ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। বিধাননগর মহকুমা আদালত তাঁর পুলিশ হেফজতের নির্দেশ দেয়। তারপর থেকে জেলেই বন্দী! এরইমধ্যে এল মৃত্যুর খবর।
পুলিশ সূত্রে খবর, এদিন আচমকা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি। দুপুর ১টা নাগাদ তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে আনা হয়। চলছিল চিকিৎসা। কিন্তু, বিকাল সাড়ে চারটে নাগাদ তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়েন। কিন্তু, তাহলে তাঁর গায়ে এত কালশিটে দাগ এল কোথা থেকে? এই প্রশ্নেই তৈরি হয়েছে চাপানউতোর?
তবে কী পুলিশ হেফাজতে থাকাকালীন মারধর করা হয়েছে তাঁকে? মারের চোটে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি? প্রশ্ন ঘুরলেও উত্তর এখনও মেলেনি। দেহটি ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানা যাচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যু বিষয়ে ধোঁয়াশা কিছুটা কাটতে পারে বলে মনে করা হচ্ছে।