কলকাতা: সাবেকিয়ানা-ঐতিহ্য আর ইতিহাস! এ পুজোর গন্ধ মানেই বনেদি বাড়ির পুজো। কলকাতা নিউ মার্কেট চত্বরে অতীতের ঢালি নিয়ে এমনই এক বনেদি বাড়ির পুজোয়। টিভি ৯ বাংলা পুজোয় পালস সিজন ২ পৌঁছে গিয়েছিল বর্ধন বাড়ির পুজোতে।
নিউ মার্কেটের বর্ধন বাড়ির পুজো পা দিল ২১৭ বছরে। যখন কলকাতা-সুতানুটি-গোবিন্দপুর ছিল ঠিক তখন থেকেই এই বাড়ির পুজো। এখনও পুরনো ঐতিহ্য বজায় রেখেছেন এইখানকার বাড়ির লোকজন। তবে পরিবারের সদস্যরা এই পাঁচটা দিন এখানেই থাকেন। তবে নিয়ম রীতি মেনেই মায়ের পুজো হয়। হোগলা পাতার চালে শুরু হয়েছিল পুজো। তবে এই ক’দিন ছড়িয়ে-ছিটিয়ে থাকা পরিবারের সদস্যরা এসে উপস্থিত হন এখানে।
চিরঞ্জিত বর্ধন নামে বর্ধন বাড়ির এক সদস্য বলেন, “১৮০৭ সালে এই পুজো শুরু হয়। ২১৭ বছর হয়ে গিয়েছে এই পুজোর বয়স। তখন এই বাড়িতে কাঁচা দালান ছিল। এরপর গুরুদাস বর্ধন সংস্কার করেন। এবং পাকা দালান তৈরি করেন।”
কলকাতা: সাবেকিয়ানা-ঐতিহ্য আর ইতিহাস! এ পুজোর গন্ধ মানেই বনেদি বাড়ির পুজো। কলকাতা নিউ মার্কেট চত্বরে অতীতের ঢালি নিয়ে এমনই এক বনেদি বাড়ির পুজোয়। টিভি ৯ বাংলা পুজোয় পালস সিজন ২ পৌঁছে গিয়েছিল বর্ধন বাড়ির পুজোতে।
নিউ মার্কেটের বর্ধন বাড়ির পুজো পা দিল ২১৭ বছরে। যখন কলকাতা-সুতানুটি-গোবিন্দপুর ছিল ঠিক তখন থেকেই এই বাড়ির পুজো। এখনও পুরনো ঐতিহ্য বজায় রেখেছেন এইখানকার বাড়ির লোকজন। তবে পরিবারের সদস্যরা এই পাঁচটা দিন এখানেই থাকেন। তবে নিয়ম রীতি মেনেই মায়ের পুজো হয়। হোগলা পাতার চালে শুরু হয়েছিল পুজো। তবে এই ক’দিন ছড়িয়ে-ছিটিয়ে থাকা পরিবারের সদস্যরা এসে উপস্থিত হন এখানে।
চিরঞ্জিত বর্ধন নামে বর্ধন বাড়ির এক সদস্য বলেন, “১৮০৭ সালে এই পুজো শুরু হয়। ২১৭ বছর হয়ে গিয়েছে এই পুজোর বয়স। তখন এই বাড়িতে কাঁচা দালান ছিল। এরপর গুরুদাস বর্ধন সংস্কার করেন। এবং পাকা দালান তৈরি করেন।”