R G Kar: আজ ধৃত সিভিককে পেশ করা হচ্ছে আদালতে, আরজি কর কাণ্ডে ধার্য হতে পারে চার্জ গঠনের দিন

R G Kar: বিশেষ আদালতে ইতিমধ্যেই মামলা সংক্রান্ত সমস্ত নথি পাঠিয়ে দেওয়া হয়েছে। ফলে আরজি কর মামলায় বিচারপ্রক্রিয়া আরও এক ধাপ এগল। এই মামলায় জেল হেফাজতে রয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল।

R G Kar: আজ ধৃত সিভিককে পেশ করা হচ্ছে আদালতে, আরজি কর কাণ্ডে ধার্য হতে পারে চার্জ গঠনের দিন
আরজি কর মামলায় চার্জ গঠনের দিন ধার্য হতে পারেImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 04, 2024 | 12:03 PM

কলকাতা: আরজি কর কাণ্ডে এবার চার্জ গঠনের দিন ধার্য করতে পারে শিয়ালদহ আদালত। ধৃত সিভিক ভলান্টিয়রকে আজ, সোমবার সশরীরে পেশ করা হবে আদালতে। বিশেষ আদালতে ইতিমধ্যেই মামলা সংক্রান্ত সমস্ত নথি পাঠিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ফলে আরজি কর মামলায় বিচারপ্রক্রিয়া আরও এক ধাপ এগল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই মামলায় জেল হেফাজতে রয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। তাঁদেরকে জেল হেফাজতে রেখেই বিচারপ্রক্রিয়া শুরু করতে চাইছেন তদন্তকারীরা। ধৃত সিভিক ভলান্টিয়রের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের ধারাতে চার্জশিট জমা করেছে সিবিআই। তাই তদন্তকারীরা চাইছেন, এই দুটি ধারাতেই বিচারপ্রক্রিয়া শুরু করা হোক।

প্রসঙ্গত, গত মাসের ৭ তারিখেই চার্জশিট জমা দেয় সিবিআই। তদন্তভার হাতে নেওয়ার ৫৫ দিনের মাথায় চার্জশিট জমা করেন তদন্তকারীরা। ২০০ জনের সাক্ষী নিয়ে প্রায় ২০০ পাতার চার্জশিটে ধৃত সিভিক ভলান্টিয়রকেই দোষী হিসাবে দেখানো হয়েছে। সিবিআই-এর চার্জশিট নিয়ে অসন্তুষ্ট হন আন্দোলনকারী চিকিৎসকরাই। সিজিও কমপ্লেক্স অভিযানও করেন তাঁরা। তবে চার্জশিটে তথ্য প্রমাণ লোপাটের বিষয়টিরও উল্লেখ রয়েছে।

উল্লেখ্য, রবিবার রাতেই তিলোত্তমার বাড়িতে গেলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তাপস রায়। নির্যাতিতার পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন তাঁরা। বিচারের জন্য যা করণীয়, তা করার আবেদন জানান নির্যাতিতার বাবা-মা।

এই খবরটিও পড়ুন