Rahul Sinha slams Kunal Ghosh: ‘বিজেপির চর হিসেবে কুণালকে তৃণমূলে রেখেছি’, বিস্ফোরক রাহুল সিনহা

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 09, 2022 | 1:56 PM

Rahul Sinha slams Kunal Ghosh: বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের বক্তব্যের সূত্র ধরেই চর বিতর্কের শুরু। আর এবার সেই বিতর্কেই মুখ খুললেন রাহুল সিনহা।

Rahul Sinha slams Kunal Ghosh: বিজেপির চর হিসেবে কুণালকে তৃণমূলে রেখেছি, বিস্ফোরক রাহুল সিনহা
কুণালকে পাল্টা তোপ রাহুলের

Follow Us

কলকাতা : চর বিতর্কে এবার বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। তাঁর দাবি, বিজেপিতে তৃণমূলের চর হিসেবে নাকি রাখা হয়েছে কুণাল ঘোষকে। সম্প্রতি, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেন বিজেপির বেশ কয়েকজন নেতা তৃণমূলে আসবে বলে অপেক্ষা করে রয়েছেন, আর তাঁরাই দলের খবর দিচ্ছেন। এ কথা শুনে রাহুল সিনহা দাবি করেন, কুণাল ঘোষই তাঁদের খবরাখবর দেন, তিনিই নাকি বিজেপির চর।

রাহুল সিনহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘তৃণমূলের যে মিটিং হয় তার খবর আমরা কুণাল ঘোষের থেকে পেয়ে যাই। কুণাল ঘোষকেই তো আমরা তৃণমূলে রেখে দিয়েছি চর হিসেবে। কারণ, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ওপর যদি কারও সবথেকে বেশি রাগ থেকে থাকে, তাহলে তিনি কুণাল ঘোষ।’ পুরনো কথা মনে করিয়ে দিয়ে রাহুল সিনহা দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্য়ায়ই জেল খাটিয়েছেন কুণাল ঘোষকে। কুণাল যে একসময় মমতাকে চোরের রানি বলেছিলেন, সে কথাও এ দিন উল্লেখ করেন রাহুল। তিনি জানান, তৃণমূলের যে কোনও বৈঠক হলেই সেই খবর বিজেপি পেয়ে যায় কুণালের কাছ থেকে। রাহুলের মন্তব্যের পর কুণাল ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এখনও কোনও প্রতিক্রিয়া দিতে চাননি।

বিতর্কের সূত্রপাত বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের কথার সূত্র ধরে। সম্প্রতি, বিজেপি সাংসদ প্রকাশ্যে দাবি করেছেন, দলের ভিতরেই তৃণমূলের বেশ কয়েকজন চর রয়েছে।

বিজেপিকে অস্বস্তিতে ফেলে রানাঘাটের সাংসদ দাবি করেছেন, দলে অনুশাসনের ঘাটতি রয়েছে বলেই তৃণমূলের চরেরা দলে ঢুকে পড়েছেন। তিনি মন্তব্য করেছিলেন, দেশের যেমন চর থাকে, তেমনই দলের মধ্যেও কিছু খোচর, কিছু দালাল থাকে। তৃণমূলের মধ্যেও আছে, বিজেপির মধ্যেও আছে। যাঁরা একে অপরকে খবর দেন।

বিজেপি সাংসদের সেই মন্তব্য হাস্যকর বলে উড়িয়ে দেয় তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ এই প্রসঙ্গে বলেন, ‘চর থাকার দরকার নেই। বিজেপির সাংসদ, বিধায়ক সহ ৮০ শতাংশ নেতাই এখন তৃণমূলে আসতে চাইছেন। তাঁরাই দলের কথা বলছেন।’

Next Article