কলকাতা: মেত্রী এক্সপ্রেসের টিকিট কেটেছিলেন? কিন্তু এখন তো ট্রেন বাতিল হয়েছে। তবে চিন্তা নেই, বাতিল হওয়া মৈত্রী ও বন্ধন এক্সপ্রেসের টিকেটের সম্পূর্ণ অর্থ ফেরতের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ।
বাংলাদেশ রেলওয়ের অনুরোধ অনুযায়ী, কলকাতা থেকে ঢাকা চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ১৯শে জুলাই থেকে বন্ধ। অপরদিকে, কলকাতা থেকে খুলনা চলাচলকারী বন্ধন এক্সপ্রেস বন্ধ রয়েছে ২০শে জুলাই থেকে। যার জেরে অসুবিধায় পড়ছেন দু’দেশেরই মানুষ।
আন্তঃদেশীয় সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে, এই দুই ট্রেনে যেসব যাত্রীরা টিকেট কেটে ছিলেন অথচ ট্রেন গুলি বাতিল হবার জন্য যাত্রা করতে পারেনি তাঁরা যাতে দুর্ভোগের সম্মুখীন না হন সেই জন্য পূর্ব রেল বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও সংবাদপত্রে প্রচার করেছে। এছাড়াও জানতে পারা যাচ্ছে, রেলওয়ে কর্তৃপক্ষ পুরো ব্যবস্থা করেছে, যাতে যাত্রীরা টিকেটের সম্পূর্ণ অর্থ ফেরত পান।
রেল কর্তৃপক্ষের দাবি, অধিকাংশ যাত্রীই এই সুবিধা পেয়েছেন কলকাতা স্টেশন ও ফেয়ারলী প্লেসের টিকট কাউন্টারগুলি থেকে। রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, ২০ শে জুলাই ২০২৪ থেকে ৪ অগস্ট পর্যন্ত প্রায় ৮,১২,৮৯০ টাকা ফেরত করা হয়েছে। তাই যাদের টিকিট বাতিল হয়েছে তারা কলকাতা স্টেশন ও ফেয়ারলী প্লেসের টিকট কাউন্টার থেকে অর্থ ফেরত পেতে পারবেন।