West Bengal Weather Update: রথের দিন বৃষ্টিতে ভেসে যাবে এইসব জেলা, বিরাট পূর্বাভাস হাওয়া অফিসের
Weather Update: শুক্রবার রথযাত্রার দিন তিন জেলায় বৃষ্টি বেশি হবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সর্তকতা। বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতা: বিগত বেশ কয়েকদিন আকাশের মুখ ভার। তবে মঙ্গলবার থেকে পরিষ্কার হয়েছে খানিকটা। আজ কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতে বৃষ্টি হয়নি। এ দিকে, শুক্রবার রয়েছে রথ। প্রচুর মানুষ সেইদিন রথের দড়ি টানেন। তবে আকাশ পরিষ্কার থাকবে ওইদিন? কী বলছে হাওয়া অফিস?
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, পঞ্জাব থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে। পাশাপাশি উত্তরপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত কাজ করছে।
হাওয়া অফিসের পূর্বাভাস,বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দুই এক পশলা ঝড়-বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।
বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে হুগলি,দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দুই এক পশলা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার রথযাত্রার দিন তিন জেলায় বৃষ্টি বেশি হবে। পুরুলিয়া,বাঁকুড়া,ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সর্তকতা। বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রবিবার এবং সোমবারে ভারী বৃষ্টির সতর্কতা নেই। তবে বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে সব জেলাতেই।
অপরদিকে, বুধবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার,দার্জিলিং ও জলপাইগুড়িতে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিও ও রবিবার দার্জিলিং,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস।

