আগামী ১-২ ঘণ্টার মধ্যেই ঝাঁপিয়ে বৃষ্টি নামছে তিন জায়গায়! সঙ্গে বজ্রপাতেরও সতর্কতা

Jul 04, 2021 | 11:42 AM

Rain Forecast: জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বাংলায় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।

আগামী ১-২ ঘণ্টার মধ্যেই ঝাঁপিয়ে বৃষ্টি নামছে তিন জায়গায়! সঙ্গে বজ্রপাতেরও সতর্কতা
ছবি- টুইটার

Follow Us

কলকাতা: আগামী ১-২ ঘণ্টার মধ্যে ঝাঁপিয়ে বৃষ্টি নামছে কলকাতা।  বেলা ১১টার বুলেটিন অনুযায়ী, বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকাতেও (Rain Forecast)। কলকাতা ও সংলগ্ন শহরতলির বিভিন্ন এলাকায় প্লাবনের আশঙ্কা রয়েছে। বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। বাড়ি থেকে অযথা না বেরনোর পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

সকাল থেকেই  আজ কলকাতার আকাশের মুখ ভার। বেলা বাড়তেই শুরু হয় মেঘের গুরুগুরু। এগারোটার পর নামে বৃষ্টি। শহরের বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭. ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৪ শতাংশ।

আরও পড়ুন: মদনের এলাকায় তৃণমূল কর্মীকে গুলি, বন্দুকের বাঁট দিয়ে মারের ঘটনায় জালে ৫

কোনও কোনও জেলায় মূলত মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। রাজস্থান থেকে নাগাল্যান্ড পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত। এই অক্ষরেখা বিহার ও উত্তরবঙ্গের ওপর দিয়ে গেছে। এর প্রভাবে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বাংলায় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। সপ্তাহভর ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গেও।

Next Article