Weather Update Toady: সরছে নিম্নচাপ, তবে কমবে না দুর্ভোগ! বৃষ্টি নয় এবার আরও বড় বিপত্তি
Weather Update Toady: ইতিমধ্যে দক্ষিণবঙ্গে ছয় জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। ভারী বৃষ্টিপাত হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে। বাদ পড়বে না মুর্শিদাবাদ ও দুই বর্ধমানও। ঝমঝমি বৃষ্টি নামবে সেখানেও।

কলকাতা: কালো করে এসেছে আকাশ। বাড়ির বাইরে পা দিতে যাবেন, তখনই মুষলধারে নেমে পড়ল বৃষ্টি। এটা এখন রোজকার। যখন তখন ঝমঝমিয়ে নামছে বৃষ্টি, ভিজছে বাংলা। সোমবারও প্রায় সারাদিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা গিয়েছে গোটা বাংলাজুড়ে। মঙ্গলবারেও থাকছে না রেহাই।
হাওয়া অফিস জানিয়েছে, গভীর নিম্নচাপের জেরে আজও বজায় থাকবে বৃষ্টিপাত। ইতিমধ্যে দক্ষিণবঙ্গে ছয় জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। ভারী বৃষ্টিপাত হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে। বাদ পড়বে না মুর্শিদাবাদ ও দুই বর্ধমানও। ঝমঝমি বৃষ্টি নামবে সেখানেও।
কিন্তু শহর কলকাতা? সেখানে কী খবর? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গভীর নিম্নচাপ এখন শহর ও শহরতলির মাথাতেই রয়েছে। যার জেরে সারাদিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাবে কলকাতা, হাওড়া ও হুগলিতে। তবে বৃষ্টি থেকে মঙ্গলেই রেহাই পাওয়া যেতে পারে। কারণ নিম্নচাপটি ধীরে ধীরে সরছে ঝাড়়খণ্ডের দিকে। ফলত, ঝাড়়খণ্ড লাগোয়া এলাকাগুলিতে বাড়বে বৃষ্টি।
আবহাওয়া দফতরের অনুমান, নিম্নচাপ ওই দিকে সরে যাওয়ায় সেখানে ৭০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্য়েই ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়ার কারণে জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে ডিভিস। মাইথন-পাঞ্চেত হয়ে দূর্গাপুর। হুহু করে জল ছাড়ছে ডিভিসি। ভেসেছে বাংলার একাধিক জেলা। এই পরিস্থিতিতে বৃষ্টির পরিমাণ বাড়লে প্লাবন থেকে বাংলাকে কে বাঁচায়?

