কলকাতা: অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হবে ২২ জানুয়ারি। এই উপলক্ষে শুধু রামভূমিই নয়, প্রস্তুতি নিচ্ছে গোটা দেশ। প্রস্তুতি শুরু বিজেপিরও। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন এদিন যেন দেশজুড়ে অকাল দীপাবলি পালন করা হয়। এবার জানা যাচ্ছে, ২২ তারিখ অযোধ্যায় যাবেন না শুভেন্দু অধিকারী। সকালে নিজের বিধানসভা এলাকা নন্দীগ্রামে অনুষ্ঠানে থাকবেন তিনি। তারপরে কলকাতায় গিরিশ পার্কের রাম মন্দিরের পুজো অনুষ্ঠানে অংশ নেবেন।
সেখান থেকে একটি মিছিল বের হবে। সেই মিছিলে অংশ নেবেন বিরোধী দলনেতা শুভেন্দু। সন্ধ্যায় টালিগঞ্জে রাম মন্দির সংক্রান্ত কর্মসূচিতে যোগ দেবেন তিনি। দলের শীর্ষ নেতৃত্ব নির্দেশ দিয়েছেন রাম মন্দিরের উদ্বোধনের দিন এলাকাভিত্তিক কর্মসূচি নেওয়ার জন্য। সেই নির্দেশমতোই এলাকা ভিত্তিক কর্মসূচি নিচ্ছেন বিজেপি বিধায়করা।
ইতিমধ্যেই এই রাম মন্দির উদ্বোধনকে সামনে রেখে দফায় দফায় বঙ্গ বিজেপি শিবিরও তাদের পরিকল্পনা-প্রস্তুতি সারছে। একাধিক কর্মসূচি থাকছে তাদের তরফেও। দলের সর্বভারতীয় সভাপতি যখন শহর, গ্রামের ঘরে ঘরে আলো জ্বালানোর কথা বলেছেন, তা যাতে পালন করা যায় তা নিয়ে তৎপর বঙ্গ ব্রিগেড। এমনও শোনা যাচ্ছে বিভিন্ন জায়গায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান টেলিকাস্ট করা হতে পারে। মূল উদ্দেশ্য একটাই, যাতে প্রতিটা মানুষ এই ‘মহোৎসব’-এ সামিল হতে পারে।