AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Deshpriyo Park’s Puja: দেশপ্রিয় পার্কের পুজোয় ফের রেকর্ড! নাম উঠে গেল ইন্ডিয়া বুক অফ রেকর্ডে

India Book of Records: উদ্য়োক্তাদের তরফে দেশপ্রিয় পার্ক দুর্গোৎসবের সেক্রেটারি সুদীপ্ত কুমার বলেন, “আমরা এবার তো এখানে ১৭০ লম্বা একটা নৌকা তৈরি করেছি। তার পাশাপাশি ৬৭০ মহিলার শঙ্খধ্বনিতে যে রেকর্ড তৈরি হল তাও মনে থেকে যাবে।”

Deshpriyo Park's Puja: দেশপ্রিয় পার্কের পুজোয় ফের রেকর্ড! নাম উঠে গেল ইন্ডিয়া বুক অফ রেকর্ডে
দেশপ্রিয় পার্কের পুজোয় বড় রেকর্ড Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Sep 28, 2025 | 8:36 PM
Share

কলকাতা: থিম ভাবনায় বরাবরই চমক দেওয়া তাদের অভ্যাস। কিছু বছর আগে তো সবথেকে বড় দুর্গা প্রতিমা বানিয়ে সাড়া ফেলে দিয়েছিল গোটা রাজ্যে। সোজা কথায় দেশপ্রিয় পার্কের পুজো সব সময় রেকর্ড তৈরি করে। এবার এই ক্লাবের সামনে শাঁখ বাজিয়ে রেকর্ড গড়েছেন ৬৭০ জন মহিলা।

বাঙালির পুজো আর সংস্কৃতির সঙ্গে জড়িয়ে শঙ্খদ্ধনি। অশুভ শক্তিকে সরিয়ে শুভ আহ্বানে দেশপ্রিয় পার্ক তৈরি হয়ে গেল নতুন রেকর্ড। শাঁখ বাজিয়ে এশিয়া বুক অফ রেকর্ড,  ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলল ৬৭০ জন মহিলা।

উদ্য়োক্তাদের তরফে দেশপ্রিয় পার্ক দুর্গোৎসবের সেক্রেটারি সুদীপ্ত কুমার বলেন, “আমরা এবার তো  এখানে ১৭০ লম্বা একটা নৌকা তৈরি করেছি। তার পাশাপাশি ৬৭০ মহিলার শঙ্খধ্বনিতে যে রেকর্ড তৈরি হল তাও মনে থেকে যাবে। আমার মনে হয় দেশপ্রিয় পার্ক তৈরি হয়েছে রেকর্ড তৈরির জন্যই।”  

দেশপ্রিয় পার্কের সঙ্গে একযোগে গোটা কাজের বাস্তবায়নে ছিলেন কেয়া শেঠও। তিনি বলছেন, “শাঁখ আমরা সবাই বাজাই। এটা বাঙালির একটা ঐতিহ্য। সেটা থেকেই এই আইডিয়া আসে। ভেবেছিলাম যদি রেকর্ড তৈরি করা যায়। তারপরই এর নাম দিই বাজাব শঙ্খ, করব রেকর্ড। আমরা দুটো রেকর্ডে নাম তুলতে পেরেছি। এশিয়া বুক অফ রেকর্ড, আর একটা ইন্ডিয়া বুক অফ রেকর্ড একসঙ্গে গড়েছি।”  

অনুষ্ঠানের আয়োজকদের তরফে সুনন্দ বললেন, “এত মহিলা যে আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন সেটা আমাদের জন্য, কলকাতাবাসীদের জন্য, একইসঙ্গে সমস্ত দুর্গাপুজো আয়োজকদের জন্য একটা গর্বের জায়গা। কারণ দুর্গাপুজোর জন্যই তো এই রেকর্ড তৈরি সম্ভব হল।”