রিগিং-সহ বুথ দখলের অভিযোগ, পুনর্গণনা চেয়ে ফের আদালতে আরেক বিজেপি প্রার্থী

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Jul 08, 2021 | 4:55 PM

calcutta high court: পদ্ধতি মেনে এই মামলা দায়ের করা হয়েছে কি না সেই নিয়ে নিশ্চিত হতে রিপোর্ট তলব করেছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

রিগিং-সহ বুথ দখলের অভিযোগ, পুনর্গণনা চেয়ে ফের আদালতে আরেক বিজেপি প্রার্থী
ফাইল ছবি

Follow Us

কলকাতা: বিধানসভা ভোট মিটে যাওয়ার মাসদুয়েকের মধ্যেই নানা কেন্দ্রে পুনর্গণনার আর্জি জানিয়ে একের পর এক মামলা দায়ের হচ্ছে কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার সেই তালিকায় জুড়ল নতুন নাম। এ বার মহিষাদল বিধানসভা কেন্দ্রের ফলাফলকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হলেন বিজেপি প্রার্থী বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়। তবে পদ্ধতি মেনে এই মামলা দায়ের করা হয়েছে কি না সেই নিয়ে নিশ্চিত হতে রিপোর্ট তলব করেছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আদালত সূত্রে খবর, রেজিস্টার অরিজিনাল সাইড রিপোর্ট তলব করেছেন বিচারপতি। আগামী ৭ দিনের মধ্যে এই রিপোর্ট তলব করা হয়েছে। আদালতে মামলাটি উঠলে এ দিন বিজেপি প্রার্থীর আইনজীবী পিঙ্কি আনন্দ দাবি করেন, মহিষাদল বিধানসভায় ভোটে রিগিং হয়েছে। বুধ দখল করে ভোট করানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বিচারপতির কাছে আইনজীবী আবেদন করেন, আদালত যেন সমস্ত ইভিএম সংরক্ষণের নির্দেশ দেয়। বিচারপতি যদিও পুনর্গণনার মামলার সঙ্গে এই আবেদন শুনতে রাজি হননি। এই অভিযোগ নিয়ে পৃথক মামলা দায়ের করতে বলেন বিচারপতি।

আরও পড়ুন: অধ্যক্ষের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য, স্বাধিকার ভঙ্গের নোটিস শুভেন্দুকে

এর আগে গত ৩ জুলাই মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেও তাঁর কেন্দ্রে পুনর্গণনার আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা করেছিলেন। এই নিয়ে পুনর্গণনা চেয়ে আদালতে দ্বারস্থ হলেন বিজেপির মোট ৯ প্রার্থী। এর আগে পাণ্ডবেশ্বর আসনে পুনর্গণনা চেয়ে জিতেন্দ্র তিওয়ারিও একটি মামলা দায়ের করেন আদালতে। এ বাদেও ময়না-সহ রাজ্যের একাধিক কেন্দ্রে ইতিমধ্যেই পুনর্গণনার দাবিতে মামলা দায়ের হয়েছে আদালতে। তবে সবার নজর আপাতত রয়েছে নন্দীগ্রাম মামলার দিকে।

আরও পড়ুন: দেবাঞ্জনকেও টেক্কা সনাতনের! বাংলাদেশে ছড়িয়েছিল জালিয়াতি চক্র, দায়ের হল অভিযোগ

Next Article