SSC Exam Day: ইন্টারভিউতে দুর্নীতি হবে না তো? পরীক্ষা দিয়ে বেরিয়েই আশঙ্কা প্রকাশ পরীক্ষার্থীদের
West Bengal SSC Exam Day: উত্তরপত্র জমা দেওয়ার পর ধীরে ধীরে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে আসতে দেখা যায় পরীক্ষার্থীদের। প্রত্যেকের হাতেই প্রশ্নপত্র ও OMR শিটের কার্বন কপি। এবারের নিয়োগ প্রক্রিয়ায় এই কার্বন কপি নব্য় সংযোজন। যা দুর্নীতি রুখতে হতে পারে ব্রহ্মাস্ত্র। আর সেই কথা মানছেন একাংশের পরীক্ষার্থীরাও।

কলকাতা: নির্বিঘ্নেই শেষ হল এসএসসি-র প্রথম দিনের পরীক্ষা। বেলা দেড়টা নাগাদ উত্তরপত্র জমা দিয়ে ধীরে ধীরে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে আসেন পরীক্ষার্থীরা। তবে বিশেষভাবে সক্ষমদের দেওয়া হয়েছে বাড়তি ৩০ মিনিট। তাদের জন্য সময় দুপুর ২টো পর্যন্ত।
রবিবারের এই চাকরির পরীক্ষা শুধুই পরীক্ষার্থীদের জন্য ছিল না। ন’বছর পর এটা এসএসসি-র কাছেও একটা বড় পরীক্ষার থেকে কম নয়। কারণ, দুর্নীতির দাগ মুছতে কিছুটা হলেও সাহায্য় করবে এই নিয়োগ।
কেমন গেল পরীক্ষা?
উত্তরপত্র জমা দেওয়ার পর ধীরে ধীরে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে আসতে দেখা যায় পরীক্ষার্থীদের। প্রত্যেকের হাতেই প্রশ্নপত্র ও OMR শিটের কার্বন কপি। এবারের নিয়োগ প্রক্রিয়ায় এই কার্বন কপি নব্য় সংযোজন। যা দুর্নীতি রুখতে হতে পারে ব্রহ্মাস্ত্র। আর সেই কথা মানছেন একাংশের পরীক্ষার্থীরাও।
এবার দুর্নীতিকে রোখা যাবে কিনা প্রশ্ন করতেই কেউ কেউ বললেন, ‘ওএমআর শিটের কার্বন কপি দিয়েছে। তাই কিছুটা ভরসা রয়েছে। তবে নিয়োগ একেবারে স্বচ্ছ হবে কিনা তা ভবিষ্যৎ বলবে।’ অবশ্য, একাংশের মনে ওএমআর-এর কার্বন কপি ‘ভরসার জায়গা’ তৈরি করলেও, কেউ কেউ এখনও ক্ষুব্ধ। তাদের দাবি, ‘প্রশ্ন খুবই সহজ হয়েছে। ওএমআর শিটের কার্বন কপিও পেয়েছি। কিন্তু নিয়োগ একেবারে দুর্নীতি মুক্ত হবে বলে তো মনে হয় না।’
ওএমআর শিট তো মিলল, কিন্তু ইন্টারভিউ, তা কি স্বচ্ছভাবে হবে? নিয়োগ দুর্নীতির নানা পর্যায়ে অভিযোগ উঠেছিল ইন্টারভিউ প্য়ানেলের বিরুদ্ধেও। এদিন এক পরীক্ষার্থী বলেন, ‘ইন্টারভিউ এবং ডেমোস্ট্রেশন, যেন ভিডিয়োগ্রাফির মধ্যে হয়। ওটা নিয়েও তো একটা অনিশ্চয়তা রয়েছে। লিখিত পরীক্ষা ৬০ নম্বরের হল। ইন্টারভিউতে ৩০ নম্বর রয়েছে। এখানে যদি কেউ ৪০-ও পায়, আর ইন্টারভিউতে গিয়ে কারচুপি করে ২৭ পেয়ে যায়, তা হলেই তো আবার ব়্যাঙ্ক জাম্প হয়ে যাবে। তাই আমাদের একটা দাবি, গো টা প্রক্রিয়া যেন ভিডিয়োগ্রাফি করে হয়।’
