AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Joint Entrance Result: ৭ অগস্ট জয়েন্টের ফলপ্রকাশ! ঘোষণা করে দিল বোর্ড

Joint Entrance Result: বোর্ড সূত্রে খবর, ৫ জুন ফলপ্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছিল। এর মধ‍্যে ওবিসি সংরক্ষণ বিচারাধীন হয়ে পড়ে। ২৮ জুলাই সুপ্রিম কোর্টের রায় বের হয়। কলকাতা হাইকোর্টের রায়ের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় দেশের শীর্ষ আদালত।

Joint Entrance Result: ৭ অগস্ট জয়েন্টের ফলপ্রকাশ! ঘোষণা করে দিল বোর্ড
প্রতীকী ছবি Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Jul 31, 2025 | 5:13 PM
Share

কলকাতা: রেজাল্ট কবে তা নিয়ে চাপানউতোরের শেষ ছিল না। এরইমধ্যে বুধবার খবরটা সামনে আসে। বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয় বৃহস্পতিবার জয়েন্টের ফলাফলের দিনক্ষণ জানানো হবে। অবশেষে জানা গেল ৭ অগস্ট সামনে আসতে চলেছে জয়েন্টের ফল। এদিকে জয়েন্টের ফল প্রকাশের ক্ষেত্রে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল ওবিসি জট।আগেই তেমনটাই বলেছিলেন রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন বোর্ডের চেয়ারম্যান সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। 

বোর্ড সূত্রে খবর, ৫ জুন ফলপ্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছিল। এর মধ‍্যে ওবিসি সংরক্ষণ বিচারাধীন হয়ে পড়ে। ২৮ জুলাই সুপ্রিম কোর্টের রায় বের হয়। কলকাতা হাইকোর্টের রায়ের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় দেশের শীর্ষ আদালত। এরইমধ্যে বুধবার বোর্ড জানায় ফল প্রকাশের বিষয়ে তাঁদের কাছে উচ্চশিক্ষা দফতর থেকে নির্দেশ এসে গিয়েছে। বৃহস্পতিবারই জানান হবে দিনক্ষণ। WBJEEB-র অফিসে সাংবাদিক বৈঠকের ডাক দেওয়া হয়। সেখানেই বোর্ডের চেয়ারম্যান সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “বোর্ড পরিকল্পনা করেছিল জুন মাসের ৫ তারিখ ফলাফল প্রকাশ করবে। সেই মতো জয়েন্ট এন্ট্রাস বোর্ড প্রস্তুতিও নিয়েছিল। কিন্তু এরমধ্যে ওবিসি সংক্রান্ত বিষয়টি বিচারাধীন হয়ে পড়ে। মাননীয় সুপ্রিম কোর্ট গত ২৮ তারিখে একটি রায় দেন। তারপরই ৩০ তারিখ উচ্চশিক্ষা দফতর আমাদের একটি নির্দেশ পাঠান। এই পরিপ্রেক্ষিতে গতকাল আমরা বিজ্ঞপ্তি জারি করি।”  

বোর্ড বলছে, জয়েন্টের পরিক্ষার্থীদের সংরক্ষণের বিষয় আপডেট করার সুযোগ থাকছে। ২ অগস্ট পর্যন্ত এই সুযোগ থাকবে। ইতিমধ্যেই সকলকে এসএমএস পাঠানো হয়েছে জয়েন্ট বোর্ডের তরফে। এদিকে দীর্ঘ সময় ধরে জয়েন্টের ফলপ্রকাশ না হওয়ায় উদ্বেগ বাড়ছিল পড়ুয়া থেকে অভিভাবকদের মধ্যে। কলেজে কলেজে ছাত্র ভর্তি নিয়ে দানা বাঁধতে শুরু করেছিল সিঁদুরে মেঘ। এখন দেখার রেজাল্ট বের হওয়ার পর পরিস্থিতির কতটা বদল হয়।