Supreme Court: সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি কি পিছিয়ে যাবে? আর্জি রাজ্যের…
Supreme Court: আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বক্তব্য, "এগুলো কোনও বিষয় নাকি? বিতর্কেরও বিষয় নয়। ২৭ তারিখের জায়গায় ৩০ তারিখ হবে কি ৩০ তারিখের জায়গায় ১ তারিখ হবে। সুপ্রিম কোর্টে অহরহ বিভিন্ন মামলায় এরকম হয়। হয়ত কারও কোনও অসুবিধা আছে। তাই সময় চেয়েছেন। তিনদিনে কী যায় আসে?"

কলকাতা: আরজি কর মামলার পরবর্তী শুনানি ২৭ সেপ্টেম্বর। তবে এদিন সেই শুনানি হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সূত্রের খবর, রাজ্য এ সংক্রান্ত একটি আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। ২৭ তারিখের বদলে অন্য কোনও তারিখে শুনানি করা যায় কি না তা নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
সূত্রের খবর, সোমবার সুপ্রিম কোর্টে এই আবেদন সংক্রান্ত বিষয়টির শুনানি হতে পারে। সবপক্ষের বক্তব্য শুনে তারপরই সিদ্ধান্ত হবে, আরজি কর মামলার শুনানি আদৌ পিছবে কি না। চিকিৎসক অধীশ বসু বলেন, “সুপ্রিম কোর্টের যে বেঞ্চ এই মামলা শুনছে, তাদের আমাদের রাজ্যের তরফে আর্জি জানানো হয় যে ২৭ তারিখের বদলে পিছিয়ে ৩০ তারিখ বা যে কোনও দিন ওই সপ্তাহে রাখা হয়। বেঞ্চ জানায়, অন্যান্য পার্টির অনুমতি না নেওয়ায় এ নিয়ে কিছু বলছি না। সোমবার সবাইকে থাকতে বলেছেন। সেখানে আলোচনা করে পদক্ষেপ করা হবে।”
এ নিয়ে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বক্তব্য, “এগুলো কোনও বিষয় নাকি? বিতর্কেরও বিষয় নয়। ২৭ তারিখের জায়গায় ৩০ তারিখ হবে কি ৩০ তারিখের জায়গায় ১ তারিখ হবে। সুপ্রিম কোর্টে অহরহ বিভিন্ন মামলায় এরকম হয়। হয়ত কারও কোনও অসুবিধা আছে। তাই সময় চেয়েছেন। তিনদিনে কী যায় আসে?”

