কলকাতা: আরজি কর-কাণ্ডে ইতিমধ্যেই জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। এবার আদালতের দ্বারস্থ হল ‘তিলোত্তমা’র পরিবার। মঙ্গলবার হাইকোর্টে বিচারবিভাগীয় তদন্ত চেয়ে আবেদন জানিয়েছে পরিবার। তদন্ত ঠিক পথে এগোচ্ছে না বলে আশঙ্কা পরিবারের। আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ঘটনার শুরু থেকে তথ্যে অসঙ্গতির অভিযোগ উঠেছে। আবেদন দাখিল করার অনুমতি দিয়েছে হাইকোর্ট।
এদিকে, প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে চলছে আরজি কর সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানি। শুনানিতে প্রধান বিচারপতি উল্লেখ করেছেন, চিকিৎসকরা স্ট্রাইক করছেন, এটা সত্যি। দেশের সর্বত্র এটা চলছে। কিন্তু তাঁদের সহকর্মীর মৃত্যুতে সমবেদনার সঙ্গে ভাবতে হবে, তাদের মনের অবস্থা বুঝতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। তিনি বলেন, “আমরা সকলে তাঁদের কাছে আবেদন করতে পারি।”
রাজ্যের তরফে আইনজীবী অমিতেষ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তদন্তের স্বার্থে সব কিছু করা হচ্ছে। দ্রুত কাজ এগোচ্ছে। তবে এখনই কোনও মতামত দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি। ‘সিলড কভারে’ দেওয়া হবে রিপোর্ট।
সিসিটিভি-র মতো বিষয়গুলি অত্যন্ত সাধারণ বিষয় বলে উল্লেখ করে প্রধান বিচারপতি জানতে চান, ‘সে ব্যাপারে সিদ্ধান্ত কী?’ হাসপাতালের গোটা ক্যাম্পাসে সিসিটিভি বসানো কার্যত অসম্ভব বলে উল্লেখ করেছে রাজ্য। উত্তরে প্রধান বিচারপতি বলেন, ‘না না গোটা রাজ্যকেও সিসিটিভি- তে মুড়ে ফেলা যায়।’