AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

১০০ কিমিতে ছুটছিল গাড়ি, ডিভাইডারে ধাক্কা মেরেই শূন্যে খেল ‘ভল্ট’, নিউটাউনে বীভৎস দুর্ঘটনা

Accident: এয়ারপোর্টের দিকে যাচ্ছিল প্রাইভেট গাড়িটি। মাত্রাতিরিক্ত বেগে ছুটছিল গাড়িতে। ঘণ্টায় প্রায়  ১০০থেকে ১১০ কিলোমিটার গতিবেগ ছিল গাড়িটি। নজরুল তীর্থের সামনে হঠাৎ নিয়ন্ত্রণ হারায় গাড়ি।

১০০ কিমিতে ছুটছিল গাড়ি, ডিভাইডারে ধাক্কা মেরেই শূন্যে খেল 'ভল্ট', নিউটাউনে বীভৎস দুর্ঘটনা
দুর্ঘটনায় উল্টে যাওয়া গাড়ি।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Jul 02, 2024 | 8:08 AM
Share

কলকাতা: ভোরের শহরে ভয়াবহ দুর্ঘটনা। নিউটাউনে বেপরোয়া গতির কারণে উল্টে গেল গাড়ি, গুরুতর জখম ২। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটে নিউটাউন নজরুল তীর্থের সামনে।

জানা গিয়েছে, বিশ্ব বাংলা সরণী দিয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল প্রাইভেট গাড়িটি। মাত্রাতিরিক্ত বেগে ছুটছিল গাড়িতে। ঘণ্টায় প্রায়  ১০০থেকে ১১০ কিলোমিটার গতিবেগ ছিল গাড়িটি। নজরুল তীর্থের সামনে হঠাৎ নিয়ন্ত্রণ হারায় গাড়ি। প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে গাড়ি, এরপর ছিটকে উল্টোদিকের সার্ভিস রোডে গিয়ে পড়ে। সঙ্গে সঙ্গেই উল্টে যায় গাড়িটি।

গাড়ির চালক ও পাশে বসা যাত্রী গুরুতর আহত হয়েছে বলেই জানা গিয়েছে। রাস্তায় আহত যাত্রীদের পড়ে থাকতে দেখা যায়। গাড়িটি উল্টে যেতেই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাদের সাহায্যেই আহত দুইজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুজনেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ইতিমধ্যেই আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। স্পিডোমিটার থাকা সত্ত্বেও কীভাবে এত দ্রুতগতিতে গাড়ি ছোটানো হচ্ছিল, তা দেখছে পুলিশ। চালক ও সহযাত্রী মদ্যপ ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।