কলকাতা: সন্দেশখালি ঘটনায় পুলিশের দায়ের করা স্বতঃপ্রণোদিত মামলা হস্তান্তরের আবেদন। কলকাতা হাইকোর্টে নতুন আবেদন করতে চলেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, পুলিশের হাত থেকে এই ঘটনার তদন্তভার সিবিআই-কে দেওয়া হোক। প্রসঙ্গত, সোমবারই ইডি তাদের দায়ের করা মামলাটিকেও সিবিআই কিংবা এনআইএ কে দেওয়ার আবেদন করেছিল।
প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। সেখানে নজিরবিহীন ঘটনা ঘটে। ইডি আধিকারিকরা ঘরের দরজার তালা ভাঙতে গিয়েই আক্রান্ত হন উন্মত্ত জনতার হাতে। লাঠি, বাঁশ, লোহার রড হাতে তেড়ে আসেন হাজার হাজার মানুষ। ইটের আঘাতে মাথা ফাটে দুই ইডি আধিকারিকের। আক্রান্ত হতে হয় সিআরপিএফ জওয়ানদেরও। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রীতিমতো কলাবাগান দিয়ে দৌড়ে কোনওক্রমে পালিয়ে বাঁচেন। কিন্তু গোটা বিষয়টির সময়ে সন্দেশখালির সেই প্রত্যন্ত সরবেড়িয়া গ্রামে দেখা যায়নি কোনও পুলিশ আধিকারিককে।
ঘটনা ঘটে যাওয়ার পর পৌঁছয় পুলিশ। পরে গোটা ঘটনার ভিত্তিতে পুলিশ স্বতঃপ্রণোদিত একটি মামলা রুজু করে। এইভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের আক্রান্ত হওয়ার বিষয়টি গড়ায় দিল্লি পর্যন্ত। সিআরপিএফের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট করা হয়। ইডি রিপোর্ট করে স্বরাষ্ট্রদফতরে। তবে কেন্দ্র থেকে সচিব স্তরে চাপ বাড়ছে নবান্নে। ডিজি-র হুঁশিয়ারির পরও এখনও পর্যন্ত গ্রেফতার করা যায়নি শেখ শাহজাহানকে। এই পরিস্থিতিতে পুলিশের তদন্ত নিয়েই বারবার প্রশ্ন উঠছে। তাই এই মামলা এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর হাতে দেওয়াই আবেদন জানাতে চলেছে ইডি।