Salt Lake TET Agitation: হদিশ মিলল ‘নিখোঁজ’ তিন আন্দোলনকারী চাকরিপ্রার্থীর
Salt Lake TET Agitation: আটকদের দাবি, সকালে বিধাননগর পূর্ব থানায় আনা হয়েছে তাঁদের। তবে রাতে অন্য কোথাও আটক করে রাখা হয়।
কলকাতা: ‘নিখোঁজ’ তিন চাকরিপ্রার্থীর খোঁজ মিলল। অচিন্ত্য ধারা, অচিন্ত্য সামন্ত ও অর্ণব ঘোষ নামে ওই তিন চাকরিপ্রার্থীকে আটক করা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। ২০১৪ সালের টেট নিয়োগ প্রার্থীদের আন্দোলনে নেতৃত্বে ছিলেন তাঁরা। বৃহস্পতিবার রাতে অভিযান চালানোর সময়ে আটক করা হয়েছিল এই তিন চাকরিপ্রার্থীকে। বিক্ষোভকারীরা সকালে দাবি করেন, এই তিন জন চাকরিপ্রার্থী নিখোঁজ। শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ তাঁরা বিধাননগর পূর্ব থানা থেকে পুলিশের ঠিক করা গাড়িতে করে হাই কোর্ট রওনা হলেন। আটকদের দাবি, সকালে বিধাননগর পূর্ব থানায় আনা হয়েছে তাঁদের। তবে রাতে অন্য কোথাও আটক করে রাখা হয়।
এই তিন চাকরিপ্রার্থী ‘নিখোঁজ’ হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষোভ উগরে দেন চাকরিপ্রার্থীরা। শুক্রবার সকালেই এক মহিলা টেট উত্তীর্ণ আন্দোলনকারী চাকরিপ্রার্থী বলেন, “অচিন্ত্য ধারা, অচিন্ত্য সামন্ত, অর্ণব ঘোষ, এই তিন জনের কোনও ট্রেস আমরা পাচ্ছি না। এই তিন জনের গায়ে যদি একটাও আঁচড় লাগে, কলকাতার রাজপথে মাননীয়া মুখ্যমন্ত্রী এখানে চাকরিপ্রার্থীদের লাশ দেখবেন।”
তারপরও কেটে যায় বেশ কয়েক ঘণ্টা। পরে জানা যায়, বিধাননগর পূর্ব থানায় রয়েছেন ওই তিন চাকরিপ্রার্থী। উল্লেখ্য, এই তিন জনই প্রথম থেকে এই আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন। একাধিকবার সংবাদমাধ্যমের সামনে সোচ্চার হয়েছেন তাঁরা।
বৃহস্পতিবার মধ্যরাতে অতর্কিতে চাকরিপ্রার্থীদের ওপর চলে পুলিশি অভিযান। মাত্র ১৫ মিনিটের মধ্যে তাঁদের টেনে হিঁচড়ে সরিয়ে দেওয়া হয়। ছত্রভঙ্গ করা হয় ৮৪ ঘণ্টার আমরণ অনশনকে। যা নিয়ে সরব এখন গোটা রাজ্য। বাম-বিজেপি-কংগ্রেস বিরোধীরা ছাড়াও সরব বুদ্ধিজীবীরা।