Sandeshkhali: সন্দেশখালি থেকে CBI-এর হাতে আটক সইফুদ্দিন মোল্লা, পরিচয় কী জানেন?

সুজয় পাল | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 24, 2024 | 2:16 PM

Sandeshkhali: জানা গিয়েছে, একটি দোকানদারকে চিহ্নিত করে দুই অভিযুক্ত। এরপর ওই দোকানদারকে আটক করেন আধিকারিকরা। আটক হওয়া ব্যক্তির নাম সইফুদ্দিন মোল্লা। ইতিমধ্যে তাঁকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সিবিআই আধিকারিকরা। নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর।

Sandeshkhali: সন্দেশখালি থেকে CBI-এর হাতে আটক সইফুদ্দিন মোল্লা, পরিচয় কী জানেন?
সন্দেশখালিতে CBI
Image Credit source: Tv9 Bangla

Follow Us

সন্দেশখালি: সন্দেশখালিকাণ্ডে ফের অ্যাকশনে সিবিআই। রবিবারের বারবেলাতেও পৌঁছে গিয়েছেন সন্দেশখালিতে। সরবেড়িয়ার বিভিন্ন জায়গার দোকান ও বাড়িতে চলছে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। জানা যাচ্ছে, ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় দুই অভিযুক্তকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় এজেন্সি। ইডি-র উপর হামলার ঘটনায় এই অভিযুক্তদের খোঁজ আদৌ রয়েছে কি না খতিয়ে দেখছে সিবিআই।

জানা গিয়েছে, একটি দোকানদারকে চিহ্নিত করে দুই অভিযুক্ত। এরপর ওই দোকানদারকে আটক করেন আধিকারিকরা। আটক হওয়া ব্যক্তির নাম সইফুদ্দিন মোল্লা। ইতিমধ্যে তাঁকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সিবিআই আধিকারিকরা। নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর।

গত ৫ই জানুয়ারি কী ঘটেছিল, কোন দিকে থেকে অভিযুক্তরা এসে ইডি আধিকারিকদের উপর হামলা চালিয়েছিল, সেই ঘটনার পুনর্নিমাণ করেন সিবিআই আধিকারিকরা। ঘটনার সময় কারা উপস্থিত ছিলেন সেই প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথাও বলেন গোয়েন্দারা। শুধু তাই নয়, যে সিআরপিএফ জওয়ানরা ঘটনার দিন ইডি আধিকারিকদের সঙ্গে ছিলেন, তাঁদেরও আজ সরবেড়িয়ায় নিয়ে আসে সিবিআই। তাঁদের কাছ থেকেও তথ্য জানা চেষ্টা করছেন তাঁরা। প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে ইডি অফিসরদের উপর হামলার ঘটনায় গ্রেফতার করা হয় কয়েকজনকে। আজ তাঁদের মধ্যেই দুই অভিযুক্তকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করল সিবিআই।

Next Article