Kunal Ghosh: বিয়াল্লিশে কে কত? ভবিষ্যদ্বাণী করলেন কুণাল

Aritra Ghosh | Edited By: সঞ্জয় পাইকার

Mar 24, 2024 | 5:41 PM

Kunal Ghosh: ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে ২২টি পেয়েছিল তৃণমূল। ১৮টি আসন পেয়েছিল পদ্ম শিবির। আর কংগ্রেস পেয়েছিল ২টি আসন। বামেরা খাতা খুলতে পারেনি।

Kunal Ghosh: বিয়াল্লিশে কে কত? ভবিষ্যদ্বাণী করলেন কুণাল
কুণাল ঘোষ
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: লোকসভা নির্বাচনে বাংলা থেকে কত আসন পাবে তৃণমূল কংগ্রেস? বিজেপির আসন সংখ্যাই বা কত হবে? কংগ্রেস কি তাদের আসন ধরে রাখতে পারবে? উনিশে শূন্য থেকে বামেরা কি এবার খাতা খুলতে পারবে? লোকসভা নির্বাচনের উত্তাপ যত বাড়ছে, ফলাফল নিয়ে চুলচেরা বিশ্লেষণও হচ্ছে। আর এই পরিস্থিতিতে বাংলায় লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আর নিজের ভবিষ্যদ্বাণীতে বাম-কংগ্রেসকে গুরুত্ব দিলেন না তিনি।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে ২২টি পেয়েছিল তৃণমূল। ১৮টি আসন পেয়েছিল পদ্ম শিবির। আর কংগ্রেস পেয়েছিল ২টি আসন। বামেরা খাতা খুলতে পারেনি।

উনিশের নির্বাচনের পর গত পাঁচ বছরে রাজ্য রাজনীতি অনেক ঘটনার সাক্ষী থেকেছে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। আবার বিজেপি ছেড়ে রাজ্যের শাসকদলে যোগ দিয়েছেন বাবুল সুপ্রিয়। একুশের বিধানসভা নির্বাচনে ২০০-র বেশি আসন পেয়ে সরকার গঠন করেছে তৃণমূল। আর এসবের বাইরে নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে উথালপাতাল হয়েছে রাজ্য রাজনীতি। তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীর দিন কাটছে জেলের গারদে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, রাজ্যে কেমন হতে পারে লোকসভার ফল?

চারদিকে যখন চুলচেরা বিশ্লেষণ চলছে, তখন কুণাল ঘোষ জানিয়ে দিলেন, বাংলা থেকে এবার ৩০-৩৫টি আসন পাবে তৃণমূল। সেই সংখ্যা বাড়তেও পারে। তৃণমূল পাবে ৫৮-৬২ শতাংশ ভোট। বিজেপি কত আসন পেতে পারে, তা নিয়েও ভবিষ্যদ্বাণী করলেন কুণাল। বললেন, ৫ থেকে ১১টি আসন পাবে বিজেপি। আর গেরুয়া শিবির ৩০-৩২ শতাংশ ভোট পাবে। বাম এবং কংগ্রেসকে গুরুত্ব দেননি কুণাল। তিনি জানিয়ে দেন, চব্বিশের লোকসভা নির্বাচনে শূন্যই থাকবে বাম-কংগ্রেস।

কুণালের মন্তব্য নিয়ে বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘কুণাল ঘোষ সচেতনভাবেই এই বিবৃতি দিচ্ছেন। কারণ তিনি জানেন যে এই নির্বাচনে তৃণমূল দুই সংখ্যার ঘরে পৌঁছতে পারবে না। তৃণমূলের বিদায়, তৃণমূলের বিসর্জন কোনও বিবৃতি দিয়ে আটকানো যাবে না।’

কুণালের ভবিষ্যদ্বাণী নিয়ে কটাক্ষ করল হাত শিবিরও। কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় বলেন, ‘আজকাল উনি টিয়াপাখির ব্যবসা করেন কি না, জানি না। বহরমপুরে প্রার্থী খুঁজে পাচ্ছে না তৃণমূল। গুজরাট থেকে প্রার্থী এনেছেন।’

২০২৪ সালে রাজ্য বিজেপি নেতৃত্বকে টার্গেট বেঁধে দিয়েছেন অমিত শাহ। বাংলা থেকে কমপক্ষে ৩৫টি আসন পেতে হবে বলে বঙ্গ নেতাদের টার্গেট বেঁধে দিয়েছেন। আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলা থেকে ৪২টি আসনই পাওয়ার কথা বলেছেন। অন্যদিকে, চব্বিশের নির্বাচনে কংগ্রেস ও বামেদের সঙ্গে রাজ্যে হাত না মিলিয়ে একাই লড়ছে তৃণমূল। ৪২টি আসনেই প্রার্থী দিয়েছে তারা। কোমর বেঁধে ময়দানে নেমেছে বাম-কংগ্রেসও। এখন দেখার, কুণাল ঘোষের ভবিষ্যদ্বাণী মেলে কি না। তার জন্য অপেক্ষা করতে হবে ৪ জুন পর্যন্ত। ওইদিন লোকসভা ভোটের ফল ঘোষণা।

Next Article