কলকাতা: সরস্বতী পুজোর দিনে উত্তপ্ত যোগমায়া দেবী কলেজ। যোগমায়া দেবী কলেজের ছাত্র ইউনিয়ন বর্তমানে রয়েছে ডিএসও-র দখলে। সেখানে সরস্বতী পুজোকে কেন্দ্র করে হাতাহাতি, মারপিট, চুলোচুলিতে জড়াল ডিএসও এবং তৃণমূল ছাত্র পরিষদের কর্মী ও সমর্থকরা। যোগমায়ার ডিএসও কর্মীদের অভিযোগ আশুতোষ কলেজ ও শ্যামাপ্রসাদ কলেজের ‘বহিরাগত’ টিএমসিপি কর্মী-সমর্থকরা তাঁদের উপর চড়াও হয়েছে। পাল্টা তৃণমূল ছাত্র পরিষদের বক্তব্য, ডিএসও-র কর্মীরাই তাদের উপর প্রথমে হামলা চালিয়েছিল। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ভবানীপুর থানায় অভিযোগ জানাতে গিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ।
ডিএসও-র অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের তরফে পুজোর মধ্যে রাজনীতির রং লাগানোর চেষ্টা চালানো হচ্ছিল। দলীয় ব্যানার লাগানো হয়েছিল। সেই ব্যানারের প্রতিবাদ করতে যাওয়াতেই বিপত্তি শুরু হয়। যোগমায়া দেবী কলেজের ডিএসও সমর্থক এক ছাত্রীর অভিযোগ, ‘শ্যামাপ্রসাদ ও আশুতোষ কলেজের একদল পড়ুয়া গেট ধাক্কা দিয়ে ঢুকে আমাদের কর্মী-সমর্থক ও সাধারণ ছাত্র-ছাত্রীদের মারধর করেছে। এমনকী আমাদের এক অধ্যাপকের উপরেও অত্যাচার চালিয়েছে। কাউকে ছাড়েনি। পুলিশকে যখন ফোন করতে যাব, তখন আমাদের ফোন কেড়ে নিয়েছে।’ ডিএসও সমর্থক অপর এক ছাত্রী আরও মারাত্মক অভিযোগ তুললেন। বললেন, ‘যেভাবে আমার শারীরিক নির্যাতন হয়েছে, যদি আমি পোশাকটা খুলি, তা লোকসমাজে দেখানো যাবে না। আমাদের কলেজের সিসিটিভি প্রমাণ দেবে, কী আক্রমণ করেছে তারা।’ ছাত্রীদের শাড়ি টেনে ছিঁড়ে দেওয়া হয়েছে, এমন অভিযোগও তুললেন এক ছাত্রী।
যদিও তৃণমূল ছাত্র পরিষদের কর্মী-সমর্থক ছাত্রীদের বক্তব্য, ডিএসও সমর্থক ছাত্রীরাই প্রথমে তাঁদের উপর আক্রমণ চালিয়েছে। তাঁদের অভিযোগ, দলীয় ব্যানার দেখার পরই যোগমায়ার ডিএসও সমর্থক ছাত্রীরা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেছিল। আর এরপরই টিএমসিপি সমর্থকদের উপর চড়াও হয় তারা, অভিযোগ তেমনই। বিষয়টি নিয়ে ভবানীপুর থানায় অভিযোগও জানাতে গিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ।