Sourav Ganguly: সৌরভের জমি দখলের চেষ্টা দুষ্কৃতীর, অভিযোগ থানায়
Sourav Ganguly: অভিযোগ উঠছে, সুপ্রিয় নামে স্থানীয় এক দুষ্কৃতী বিগত কয়েকদিন ধরে সৌরভের ওই সম্পত্তির নিরাপত্তারক্ষীকে বিরক্ত করছিল। সেখানে জোর করে ঢুকে পড়ার চেষ্টা করছিল। এমনকী সেখানকার তালা ভাঙার চেষ্টাও করেছিল অভিযুক্ত ওই যুবক।
কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) জমি দখলের চেষ্টার অভিযোগ। বাটানগর চত্বরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মালিকাধীন একটি জমি রয়েছে। অভিযোগ উঠছে, স্থানীয় এক দুষ্কৃতী বাটানগরের ওই জমি বেআইনিভাবে দখলের চেষ্টা করে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মহেশতলা থানায় (Maheshtala Police Station) একটি লিখিত অভিযোগ জমা পড়েছে। অভিযোগ উঠছে, সুপ্রিয় নামে স্থানীয় এক দুষ্কৃতী বিগত কয়েকদিন ধরে সৌরভের ওই সম্পত্তির নিরাপত্তারক্ষীকে বিরক্ত করছিল। সেখানে জোর করে ঢুকে পড়ার চেষ্টা করছিল। এমনকী সেখানকার তালা ভাঙার চেষ্টাও করেছিল অভিযুক্ত ওই যুবক।
সুপ্রিয় নামে ওই স্থানীয় যুবককে অসামাজিক কাজকর্মে বাধা দিতে গেলে কর্তব্যরত নিরাপত্তারক্ষীর উপরেও সে চড়াও হয় বলে অভিযোগ। নিরাপত্তারক্ষীকে মারধরের হুমকি দেয়। এমনকী ফোনেও মারধরের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। সেই সব বিষয়ে ইতিমধ্যেই মহেশতলা থানায় অভিযোগ জানানো হয়েছে এবং হুমকি ফোনের কল রেকর্ডিংও পুলিশকে দেওয়া হয়েছে বলে খবর। এদিকে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জমি দখলের চেষ্টার অভিযোগ ঘিরে এলাকায় বেশ শোরগোল পড়ে গিয়েছে।
পুলিশের তরফে ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের প্রেক্ষিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে ওই যুবক এমন কাণ্ড ঘটাল, কেন নিরাপত্তারক্ষীকে মারধরের হুমকি দেওয়া হচ্ছিল সেই সব দিক খতিয়ে দেখছেন পুলিশকর্মীরা।
সৌরভ শুধু বাংলারই নন, গোটা দেশের কাছে আইকন। তাঁর ‘দাদাগিরি’ সারা বিশ্ব চর্চিত। প্রাক্তন ভারত অধিনায়ককে নিয়ে বাংলার তথা বাঙালির গর্বও অনেক। এবার সেই সৌরভেরই বাটানগরে থাকা একটি জমি দখলের চেষ্টার অভিযোগ স্থানীয় এক দুষ্কৃতীর বিরুদ্ধে। অভিযোগ জমা পড়তেই নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। যদিও শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।