Bangladesh Crisis: চওড়া বুলিতে তো রান্না হবে না! ভারত থেকে আলু-পেঁয়াজ নিয়েও রাঁধতে পারছে না বাংলাদেশিরা
Bangladesh Oil Price Hike: ক্রেতারা খালি হাতে বাজার থেকে ফিরে বলছেন, বাজারে তেল পাওয়া যাচ্ছে না। সরকারের ধার্য করা দামেও তেল পাওয়া যাচ্ছে না। কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন, এত আন্দোলন-বিদ্রোহ করে কী লাভ হল যদি জীবনযাত্রা সহজই না হয়?
ঢাকা: ভারত প্রতি অবিরাম বিষোদগার। ডাক দিয়েছে ভারতীয় পণ্য বয়কটের। তবে চাল-আলু-পেঁয়াজ আমদানি থামেনি ভারত থেকে। খাবার রসদ জোগাড় হলেও, রাঁধবে কীসে? বাংলাদেশে অগ্নিমূল্য রান্নার তেল। বাজারে পাওয়াও যাচ্ছে না সয়াবিন তেল। যেটুকু তেল মিলছে, তার জন্যও গুণতে হচ্ছে অতিরিক্ত গ্যাঁটের কড়ি।
বাংলাদেশে সয়াবিন তেল লিটার প্রতি ৩৮ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৫৭ টাকায় পৌঁছেছে। বোতলজাত তেলের দাম ১৭৫ টাকা ধার্য করে দিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে দাম ধার্য করে দিয়েও বিশেষ লাভ হয়নি। কারণ বাজারে সয়াবিন তেল তার থেকেও বেশি দামে বিক্রি হচ্ছে। সরকারের ধার্য করে দেওয়া দামের থেকেও ৫-৭ টাকা বেশি দাম নেওয়া হচ্ছে সাধারণ ক্রেতাদের কাছ থেকে। অর্থাৎ তেলের দাম লিটার প্রতি ২০০ টাকায় পৌঁছচ্ছে।
ক্রেতারা খালি হাতে বাজার থেকে ফিরে বলছেন, বাজারে তেল পাওয়া যাচ্ছে না। সরকারের ধার্য করা দামেও তেল পাওয়া যাচ্ছে না। কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন, এত আন্দোলন-বিদ্রোহ করে কী লাভ হল যদি জীবনযাত্রা সহজই না হয়?