BJP Leaders: শঙ্কু পণ্ডা, জন বার্লা সহ ৩২ নেতার নিরাপত্তা সরাল স্বরাষ্ট্র মন্ত্রক, আর কে কে আছেন তালিকায়

Shrabanti Saha | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 26, 2025 | 8:25 PM

BJP Leaders: বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, 'নির্দিষ্ট সময় অন্তর রিভিউ করে স্বরাষ্ট্র মন্ত্রক। সেখানে দেখা হয়, কার নিরাপত্তা বাড়ানো প্রয়োজন, কার নিরাপত্তা কমানো প্রয়োজন।'

BJP Leaders: শঙ্কু পণ্ডা, জন বার্লা সহ ৩২ নেতার নিরাপত্তা সরাল স্বরাষ্ট্র মন্ত্রক, আর কে কে আছেন তালিকায়
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: বিধায়ক বা সাংসদ না হলেও বিজেপির অনেক নেতারই কেন্দ্রীয় নিরাপত্তা রয়েছে। এবার একধাক্কায় এ রাজ্যের একাধিক বিজেপি নেতার নিরাপত্তা বাতিল করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বুধবার ৩২ জন বিজেপি নেতার নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রকের রিভিউ কমিটি এই লিস্ট বের করে। এদিনও সেই তালিকাই প্রকাশ্যে এসেছে।

তালিকায় রয়েছেন এমন কয়েকজন নেতার নাম, যাঁরা গত লোকসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন কেন্দ্রে পরাজিত হয়েছেন। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ দাস, ডায়মন্ড হারবারের প্রাক্তন বিধায়ক দীপক হালদারের নাম রয়েছে সেই তালিকায়। তালিকায় রয়েছেন লোকসভায় বোলপুর থেকে প্রার্থী হওয়া পিয়া সাহা, জঙ্গিপুর লোকসভায় প্রার্থী হওয়া ধনঞ্জয় ঘোষ প্রমুখ।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার নিরাপত্তাও প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও তালিকায় রয়েছেন প্রাক্তন সাংসদ দশরথ তিরকে, বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। প্রাক্তন আইপিএস দেবাশিস ধরও সেই তালিকায় রয়েছেন।

বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, ‘নির্দিষ্ট সময় অন্তর রিভিউ করে স্বরাষ্ট্র মন্ত্রক। সেখানে দেখা হয়, কার নিরাপত্তা বাড়ানো প্রয়োজন, কার নিরাপত্তা কমানো প্রয়োজন।’ তবে বিজেপি নেতাদের চর্চায় উঠে এসেছে, যারা মূলত অতীত নির্বাচনে পরাজিত, বর্তমানে নিষ্ক্রিয়, দলের সঙ্গে দূরত্ব বেড়েছে এমন নেতাদেরই কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে।

দেখে নিন ৩২ জনের সেই তালিকা-

অরুণ হালদার, অভিজিৎ বর্মণ, অভিজিৎ দাস (ববি), অজব রয়, অর্জুন বিশ্বাস, অরুণোদয় পাল চৌধুরী, অরুপকান্তি দিগর, অশোক কাণ্ডারী, অশোক পুরকাইত, মন্দির বাজা, বাসুদেব সরকার, দশরথ তিরকে, দেবব্রত বিশ্বাস, দেবাংশু পাণ্ডা, দেবাশিস ধর, ধনঞ্জয় ঘোষ, দীপক হালদার, জয়দীপ ঘোষ, জীবেশ চন্দ্র বিশ্বাস, জন বার্লা, লোকনাথ চট্টোপাধ্যায়, নির্মল সাহা, নিত্যানন্দ চট্টোপাধ্য়ায়, পলাশ রানা, পিয়া সাহা, প্রণতি মাজি,সন্ন্যাসী চরণ মণ্ডল, শঙ্কুদেব পণ্ডা, তন্ময় দাস, তমোঘ্ন ঘোষ, তাপস দাস, তারিণীকান্ত বর্মণ।

Next Article