Panchayat Elections 2023: নিরাপত্তা দিতে হবে প্রার্থী ও এজেন্টকে, গণনাকেন্দ্রে থাকবে আধাসেনা, নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার
Panchayat Elections 2023: শনিবারই রাজ্যে এক দফায় হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। ভোটের আগে যে ভাবে রাজ্যে বেগালাম হানাহানি চলছে, প্রাণ যাচ্ছে, তাতেই উদ্বিগ্ন হাইকোর্ট।
কলকাতা: ভোটের (Panchayat Elections 2023) আগেই বেলাগাম হিংসায় উদ্বিগ্ন কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। প্রার্থী ও এজেন্টদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ বিচারপতি অমৃত সিনহার। পাশাপাশি গণনাকেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব দিতে হবে আধাসেনাকেও। এদিন এই নির্দেশও দেওয়া হয়েছে রাজ্যের শীর্ষ আদালতের তরফে। হাতে আর মাত্র দুটো দিন। শনিবারই রাজ্যে এক দফায় হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। ভোটের আগে যে ভাবে রাজ্যে বেগালাম হানাহানি চলছে, প্রাণ যাচ্ছে, তাতেই উদ্বিগ্ন হাইকোর্ট। একাধিক মামলা চলছে আদালতে।
সূত্রের খবর, এদিন মামলাকারীর তরফে আগের বারের পঞায়েত ভোট নিয়ে একগুচ্ছ অভিযোগ জানানো হয়। তিনি জানান, ঠাকুরপুকুরের মহেশতলা ব্লকে আগে ভোটের সময় গণনা কেন্দ্রে বিরোধী এজেন্ট ও প্রার্থীদের ঢুকতে দেওয়া হয়নি। তাঁদের উপর হামলাও হয়। এই মামলার শুনানি চলাকালীন বিচারপতি অমৃতা সিনহা গণনাকেন্দ্রে যেমন আধাসেনা মোতায়েনের নির্দেশ দেন তেমনই এজেন্ট ও প্রার্থীদেরও নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেওয়ার নির্দেশ দেন। এদিকে এর আগে নির্বাচন কমিশনে একই দাবিতে হাজির হয়েছিলেন মামলাকারী। যদিও নির্বাচন কমিশন কোনও পদক্ষেপ না করায় ২১ তারিখ তিনি হাইকোর্টের দ্বারস্থ হন।
সেই সময়ই নির্বাচন কমিশনকে গোটা বিষয়টি দেখার কথা বলেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। তারপরেও নির্বাচন কমিশনের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। সে বিষয়েই এদিন আদালতের দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারী।