News9 Global Summit: আজকের ইউনিকর্নেরা কীভাবে হবে আগামীর MNC? গ্লোবাল সামিটে কথা বলবেন পূর্ণেন্দু চট্টোপাধ্যায়
News9 Global Summit: বিগত কয়েক বছর ধরে ভারতের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি তাক লাগিয়েছে গোটা বিশ্বেরই। যেখানে প্রথম বিশ্বের একাধিক দেশ অর্থনৈতিক মন্দার নাগপাশে জর্জরিত, সেখানে ভারত বলছে একেবারে অন্য কথা।
কলকাতা: চর্চা চলছিলই। শুধু ভারতে নয়, জার্মানিতেও। অবশেষে হতে চলেছে অপেক্ষার অবসান। ২১ থেকে ২৩ নভেম্বর জার্মানির স্টুটগার্টে হতে চলেছে নিউজ৯ গ্লোবাল সামিট। বসছে চাঁদের হাট। ভারত তথা গোটা বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিত্বদের দেখা মিলতে চলেছে এই অনুষ্ঠানে। দেখা মিলবে ভারত ও জার্মানির বড় বড় সব রাষ্ট্রনেতাদের। যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বড়সড় ছাপ রাখতে চলেছে বলে মত ওয়াকিবহাল মহলের। বক্তব্য রাখবেন ভারতের প্রধানমন্ত্রী স্বয়ং নরেন্দ্র মোদী। তা নিয়েই এখন জোর চর্চা আন্তর্জাতির আঙিনায়।
রাজনীতি থেকে বিনোদন, ব্যবসা থেকে তথ্য-প্রযুক্তি বা খেলা, সমগ্র সামিটে থাকছে বিশ্বের সমস্ত দিকপাল ব্যক্তিত্বদের উপস্থিতি। গোটা অনুষ্ঠান নিয়ে উচ্ছ্বসিত টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাস। তাঁর কথায়, “যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে তা দুই দেশের জন্যই বড় ছাপ রাখতে চলেছে। দুই দেশের উপকৃত হবে।”
প্রসঙ্গত, বিগত কয়েক বছর ধরে ভারতের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি তাক লাগিয়েছে গোটা বিশ্বেরই। যেখানে প্রথম বিশ্বের একাধিক দেশ অর্থনৈতিক মন্দার নাগপাশে জর্জরিত, সেখানে ভারত বলছে একেবারে অন্য কথা। ব্যবসায়িক ক্ষেত্রের প্রসঙ্গ উঠলেই বারবার ফিরে ফিরে আসে ভারতের স্টার্টআপগুলির কথা। যা ব্যবসায়িক ক্ষেত্রে নিত্যনতুন সম্ভাবনার আঙিনায় তৈরি করে চলেছে। অন্যদিকে ভারত বর্তমানে বড় বড় ১১০ ইউনিকর্নের পীঠস্থান। এই সব সংস্থাই ব্যবসায়িক ক্ষেত্রে একেবারে যেন বিপ্লব এনে ফেলেছে। এই সমস্ত বিষয় নিয়ে এবারের গ্লোবাল সামিটে থাকছে বিশেষ আলোচনা পর্ব। আজকের ইউনিকর্নেরা কীভাবে আগামীর মাল্টি ন্যাশনাল সংস্থায় পরিণত হতে পারে, কীভাবে মোড় ঘুরতে পারে সমগ্র চেনা ব্যবসায়িক জগতের, সে বিষয়ে কথা বলতে চলেছেন প্রাইভেট ইক্যুয়িটি গ্রুপ টিসিজির ফাউন্ডার-চেয়ারম্যান পুর্ণেন্দু চট্টোপাধ্যায়। সেদিকে নজর রয়েছে ব্যবসায়িক মহলের।