KKR, IPL: কলকাতা রিটেন করেনি, IPL নিলামের আগে আরসিবিতে হাজির KKR এর তরুণ তুর্কি
আরসিবি এ বারের বড় নিলামের আগে বিরাট কোহলি সহ তিন ক্রিকেটারকে রিটেন করেছে। ৮৩ কোটি নিয়ে নিলাম টেবলে বসবে আরসিবি। ঋষভ পন্থ, লোকেশ রাহুল, ঈশান কিষাণের মতো একাধিক তারকা ক্রিকেটার নিলামে উঠবেন। তাঁদের দিকে যেমন সকলের নজর থাকবে একইরকম ভাবে একঝাঁক তরুণ ক্রিকেটারদের উপরও নজর থাকবে মেগা নিলামে।
কলকাতা: আর ঠিক দিন তিনেক পর সৌদি আরবের জেড্ডায় বসবে আইপিএলের মেগা নিলামের (IPL 2025 Mega Auction) আসর। ১০ ফ্র্যাঞ্চাইজি কোমর বেঁধে নেমে পড়বে দল সাজাতে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই মেগা নিলামের আগে বড় প্রস্তুতি নিচ্ছে। সদ্য আরসিবি এক ট্রায়ালের ব্যবস্থা করেছিল। আরসিবি এ বারের বড় নিলামের আগে বিরাট কোহলি সহ তিন ক্রিকেটারকে রিটেন করেছে। ৮৩ কোটি নিয়ে নিলাম টেবলে বসবে আরসিবি। ঋষভ পন্থ, লোকেশ রাহুল, ঈশান কিষাণের মতো একাধিক তারকা ক্রিকেটার নিলামে উঠবেন। তাঁদের দিকে যেমন সকলের নজর থাকবে একইরকম ভাবে একঝাঁক তরুণ ক্রিকেটারদের উপরও নজর থাকবে মেগা নিলামে। এর মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কেকেআরের (KKR) এক প্রাক্তন তরুণ ক্রিকেটারের ছবি। যেখানে উল্লেখ করা হয়েছে, তিনি আরসিবির (RCB) ট্রায়ালে অংশ নিয়েছেন।
কথা হচ্ছে কেকেআরের জার্সিতে গত মরসুমে খেলা তরুণ ক্রিকেটার অঙ্গকৃশ রঘুবংশীকে নিয়ে। তাঁকে টুর্নামেন্টের সময় কেকেআরের অনুরাগীরা ‘ছোটা প্যাকেট বড়া ধামাকা’ বলে ডাকাডাকি করেছেন। সেই রঘুবংশীকে রিটেন করেনি কেকেআর। এই পরিস্থিতিতে তাঁকে আরসিবির ট্রায়ালে অংশ নিতে দেখা গিয়েছে বলে ক্রিকেট মহলে বলাবলি হচ্ছে যে, পঁচিশের নিলামে হয়তো রঘুবংশীকে টানতে পারে বিরাট কোহলির টিম। ১৭তম আইপিএলে তিনি ১০ ম্যাচ খেলেন। করেন ১৬৩ রান। তাঁর সেরা ইনিংস ৫৪। আরসিবির হয়ে তিনে ফিট হতে পারেন তিনি।
এই খবরটিও পড়ুন
🚨Angkrish Raghuvanshi spotted in #RCB Trials ahead of #IPL2025 Auction 👇 pic.twitter.com/0DM9uMD0IO
— RCBIANS OFFICIAL (@RcbianOfficial) November 19, 2024
অঙ্গকৃশের পাশাপাশি পঞ্জাব কিংসে গত আইপিএলে খেলা আশুতোষ শর্মাকেও আরসিবির ট্রায়ালে দেখা গিয়েছে। তিনি গত আইপিএলে ১১ ম্যাচে ১৮৯ রান করেছেন। তাঁকে আরসিবি নিলে ফিনিশারের দায়িত্বে দেখা যেতে পারে। নিলামের ঠিক আগে এই দুই ক্রিকেটার বেঙ্গালুরুতে ‘টেস্ট’ দেওয়ার ফলে ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়ে গিয়েছে যে, আগে থেকেই আরসিবি ছক কষে নিচ্ছে যে নিলামে কোন প্লেয়ারদের দিকে থাকবে তাদের বাড়তি আগ্রহ।