Shubman Gill: শুভমন গিল-হীন পারথ টেস্ট? বোলিং কোচ বলে দিলেন, ‘আমরা তো ওকে…’
IND vs AUS: পারথ টেস্টের বল মাঠে এ বার গড়াল বলে। ২২ নভেম্বর শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচ। রোহিত শর্মাকে তো এই টেস্টে পাওয়া যাচ্ছে না। ভারতীয় মিডল অর্ডারের তারকা ব্যাটার শুভমন গিলকে পাওয়া নিয়েও একপ্রকার অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এ বার গিলকে নিয়ে বড় আপডেট দিলেন মর্নি মর্কেল।
কলকাতা: পারথ টেস্টের দিন ঘনিয়ে এসেছে। শুক্রবার অজিদের বিরুদ্ধে ভারতের টেস্ট মিশন শুরু হবে। তার আগে ক্রিকেট মহলে শোনা যাচ্ছিল শুভমন গিলকে (Shubman Gill) পারথ টেস্টে পাওয়া যাচ্ছে না। আসলে ওয়াকায় নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া। আর সেখানেই ফিল্ডিংয়ের সময় একটি লো ক্যাচ নিতে গিয়ে বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন ভারতীয় তরুণ তুর্কি গিল। তিনি না থাকলে পারথ টেস্টে প্যাট কামিন্সদের বিরুদ্ধে তিনে নামবেন কে? তা নিয়ে আলোচনা চলছিল। এ বার ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল বর্ডার-গাভাসকর ট্রফি শুরুর দিন দুয়েক আগে গিলের ফিটনেস আপডেট দিয়েছেন। পারথ টেস্ট কি হবে গিল-হীন?
৫ টেস্টের ভারত-অজি সিরিজ শুরুর আগে মিডিয়াকে মর্নি মর্কেল বলেন, ‘ওয়ার্ম ম্যাচে যে চোট পেয়েছে, সেটা খারাপ হয়েছে। প্রতিদিন শুভমন গিলের উন্নতি হচ্ছে। আমরা টেস্ট ম্যাচের দিন সকালে সিদ্ধান্ত নেব। ম্যাচ সিমুলেশনের সময় ও ভালো খেলেছে। ওকে নিয়ে আমরা আশাবাদী।’ তিন নম্বরে নেমে ১৪টি টেস্টে ৯২৬ রান করেছেন গিল। তাঁর গড় ৪২.০৯। ২৫টি ইনিংসে রয়েছে ৩টি সেঞ্চুরি।
এই খবরটিও পড়ুন
ওয়াকায় ভারত-এ টিমের ক্রিকেটারদের সঙ্গে বিরাট কোহলি, শুভমন গিল, জসপ্রীত বুমরারা যে ম্যাচ খেলেছেন, তাতে প্রথম ইনিংসে ২৮ রান করেন। এরপর নভদীপ সাইনির ডেলিভারিতে গালিতে আউট হন। দ্বিতীয় বার ব্যাট করেন যখন, সেই সময় ৪২ রানে অপরাজিত থাকেন। ২০২০-২১ সালে ভারতের অস্ট্রেলিয়া সফরে টেস্ট অভিষেক হয়েছিল ওপেনার শুভমন গিলের। তিনি গাব্বায় ৯১ রানের অনবদ্য ইনিংস উপহার দিয়েছিলেন। বাউন্স ও পেস পরিবেশে শুভমনের ব্যাকফুট প্লে ভারতীয় টিমের জন্য কার্যকরী হতে পারে। ফলে তিনি পারথ টেস্টে খেললে টিম ইন্ডিয়ার সুবিধেই হবে বলে মনে করছে ক্রিকেট মহল।