IND vs AUS: ‘বিরাট কোহলি রান পেলে,’ প্রাক্তন অজি অধিনায়ক যা বলছেন…
Border-Gavaskar Trophy: গত সফরে ভাঙাচোরা টিম নিয়েও সিরিজ জিতেছিল ভারত। ফলে ফর্ম দিয়ে বিচারে নারাজ অজি শিবির। তেমনই বিরাটকে নিয়েও। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্কও সতর্ক করছেন বিরাটকে নিয়ে।
বিরাট কোহলি। নাম-পরিসংখ্যান সব মিলিয়ে আলাদাই ওজন। কিন্তু ফর্ম। গত এক বছরের নিরিখে বলা যায়, বিরাট তাঁর মতো ফর্মে নেই। আবার আরও একটা কথাও ভোলা যায় না, ফর্ম ইজ টেম্পোরারি ক্লাস ইজ পার্মানেন্ট। বিরাটের ক্ষেত্রেও একথা প্রযোজ্য। হয়তো অস্ট্রেলিয়াতেই সেরা ছন্দে দেখা গেল বিরাট কোহলিকে! এমনটা হলে অস্ট্রেলিয়ায় ভারতের সিরিজ জয়েরও হ্যাটট্রিক হতেই পারে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ক্লিনসুইপ হলেও ভারতীয় টিমকে নিয়ে সতর্ক অজিরা। গত সফরে ভাঙাচোরা টিম নিয়েও সিরিজ জিতেছিল ভারত। ফলে ফর্ম দিয়ে বিচারে নারাজ অজি শিবির। তেমনই বিরাটকে নিয়েও। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্কও সতর্ক করছেন বিরাটকে নিয়ে।
রেভস্পোর্টজে একটি সাক্ষাৎকারে মাইকেল ক্লার্ক বলেন, ‘অস্ট্রেলিয়ায় বিরাট ব্যাপক সাফল্য পেয়েছে। যদি আমি ভুল না হই, ১৩ ম্যাচে আধডজন সেঞ্চুরি করেছে। ওর মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি। ওর খিদেও প্রচণ্ড। আর এখানকার পরিবেশ-পরিস্থিতি ওর জন্য একেবারে আদর্শ। আমি নিজের কাছে নিশ্চিত, এই সিরিজে সর্বাধিক রান বিরাট কোহলিই করবে।’
এই খবরটিও পড়ুন
মাইকেল ক্লার্ক আরও যোগ করেন, ‘একজন অস্ট্রেলিয়ান হিসেবে আমি অবশ্যই চাইব, বিরাট কোহলি যাতে রান না পায়। কিন্তু ও প্রথম টেস্টে রান পেলে, পুরো সিরিজেই রান করবে। এই সুযোগটা দুর্দান্ত ভাবে কাজে লাগাবে। ও যেমন বন্ধুত্ব পছন্দ করে তেমনই লড়াইও। সব সময় অ্যাকশন মেজাজে থাকে। ওর বিরুদ্ধে স্লেজিং হলে, আরও মেজাজে থাকে। ওকে নিয়ে যা চলছে, এসব নিয়েও বিরাট খুব তেতে থাকবে বলেই মনে করি।’