IND vs AUS, Virat Kohli: বিরাট কোহলিকে আউটের মাস্টারপ্ল্যান অজি কিংবদন্তির
Border-Gavaskar Trophy: অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটারদের কেউ বা বিরাটে মুগ্ধ, তাঁর খেলা উপভোগ করার বার্তা দিচ্ছেন, আবার অনেকে ছক কষছেন কী ভাবে বিরাটকে দ্রুত আউট করা যায়। ভারত-অস্ট্রেলিয়া দুই টিমের কাছেই এ বারের সিরিজ তাৎপর্যপূর্ণ। তার আগে বিরাটকে নিয়ে মাস্টারপ্ল্যান তৈরি অজি কিংবদন্তির।
ফর্মে নেই বিরাট কোহলি। থাকলে কী হত! বিরাট কোহলির মতো কিংবদন্তির ফর্মে ফেরা যে সময়ের অপেক্ষা, ভালো ভাবেই জানে অজি শিবির। আর বিরাট ফর্মে থাকলে অস্ট্রেলিয়ার পরিস্থিতি কী হতে পারে, সেই ভয়ঙ্কর বিশ্বাসও রয়েছে। সে কারণেই বারবার বিরাট প্রসঙ্গ। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটারদের কেউ বা বিরাটে মুগ্ধ, তাঁর খেলা উপভোগ করার বার্তা দিচ্ছেন, আবার অনেকে ছক কষছেন কী ভাবে বিরাটকে দ্রুত আউট করা যায়। ভারত-অস্ট্রেলিয়া দুই টিমের কাছেই এ বারের সিরিজ তাৎপর্যপূর্ণ। তার আগে বিরাটকে নিয়ে মাস্টারপ্ল্যান তৈরি অজি কিংবদন্তির।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই সংস্করণেই ফাইনালে উঠেছে ভারত। টুর্নামেন্টে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ভারতীয় দল গত দুই অস্ট্রেলিয়া সফরেই টেস্ট সিরিজ জিতেছে। এ বার হ্যাটট্রিকের নজর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, তেমনই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও। এর জন্য বিরাটের পারফরম্যান্স ভারতীয় শিবিরে খুবই গুরুত্বপূর্ণ। অজি শিবিরে লক্ষ্য তাঁকে আটকানো। বিরাটকে আউটের পরিকল্পনা দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন কিপার ব্যাটার ইয়ান হিলি।
এই খবরটিও পড়ুন
শুধু পারথেই নয়, অস্ট্রেলিয়ার প্রতিটি ভেনুতেই পেস বাউন্সি পিচ থাকবে। তা কী ভাবে কাজে লাগাতে হবে সেটাই বলছেন হিলি। বলছেন, ‘শরীর টার্গেট করতে হবে। ও ডানহাতি ব্যাটার। সুতরাং, বাঁ হাতের বগল টার্গেট করে শর্ট পিচ ডেলিভারি করতে হবে। কিছুক্ষেত্রে ও হয়তো বল ছেড়ে দিতে পারবে, পুলও খেলতে পারে কিংবা ঝুঁকে ছেড়ে দিতে পারে। শর্ট লেগে একজন ফিল্ডার রাখতে হবে। ধারাবাহিক ভাবে এই বোলিং করে যেতে হবে। ও বারবার পুল-হুক খেলার চেষ্টায় সফল হলেও এই প্রক্রিয়া চালিয়ে যেতে হবে।’