Women’s Cricket, IND vs AUS: অজি সফরে বাদ তারকা ওপেনার, ফিরলেন রিচা; স্কোয়াডে বাংলার পেসার
India Women's Squad For AUS Tour: আগামী ৫, ৮, ১১ ডিসেম্বর ব্রিসবেন, পারথে তিনটি ওয়ান ডে খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। সদ্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজে নজরকাড়া তিন নতুন মুখ তেজল, সাইমা ও প্রিয়া মিশ্রকেও অজি সফরের স্কোয়াডে রাখা হয়েছে।
তারকা ওপেনারকে ছাড়াই অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের স্কোয়াড ঘোষণা ভারতের। বর্ডার-গাভাসকর ট্রফির মাঝেই অস্ট্রেলিয়া সফরে ভারতীয় মহিলা ক্রিকেট দল। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ভারত। ধারাবাহিক ব্যর্থতার জেরে বাদ পড়লেন তারকা ওপেনার শেফালি ভার্মা। ফিরলেন বাংলার কিপার-ব্যাটার রিচা ঘোষ। যেমন হল অজি সফরের টিম।
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডেই বিদায়। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে জয়। আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ। তারই প্রস্তুতি শুরু ভারতের। অস্ট্রেলিয়া সফরের দলে ফেরানো হল অভিজ্ঞ প্রিয়া পুনিয়াকে। বোর্ড পরীক্ষার জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেননি রিচা। ফিরলেন তিনিও। তেমনই প্রত্যাবর্তন হল হরলীন দেওলের। দুই আনক্যাপড প্লেয়ার তিতাস সাধু এবং মিন্নু মনিকেও ফেরানো হয়েছে। তাঁরা অতীতে ওয়ান ডে স্কোয়াডে ডাক পেলেও খেলার সুযোগ পাননি।
আগামী ৫, ৮, ১১ ডিসেম্বর ব্রিসবেন, পারথে তিনটি ওয়ান ডে খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। সদ্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজে নজরকাড়া তিন নতুন মুখ তেজল, সাইমা ও প্রিয়া মিশ্রকেও অজি সফরের স্কোয়াডে রাখা হয়েছে। এ বছর ওয়ান ডে ক্রিকেটে ৬ ম্যাচে মাত্র ১০৮ রান করেছেন বিধ্বংসী ওপেনার শেফালি ভার্মা। সে কারণেই বাদ। ২০২৩ সালেও ব্যর্থতার জেরে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে বাদ পড়েছিলেন শেফালি। স্মৃতি মান্ধানার সঙ্গে ওপেন করেছিলেন যস্তিকা ভাটিয়া। তিনে খেলানো হয়েছিল রিচা ঘোষকে। সাফল্যও পেয়েছিলেন। তবে এ বার স্মৃতির সঙ্গে প্রিয়া পুনিয়াও ওপেন করতে পারেন। আর যস্তিকা ওপেন করলে তিনে দেখা হবে প্রিয়াকে।
এই খবরটিও পড়ুন
অজি সফরের ফুল স্কোয়াড: হরমনপ্রীত কৌর (ক্যাপ্টেন), স্মৃতি মান্ধানা (ভাইস ক্যাপ্টেন), প্রিয়া পুনিয়া, জেমাইমা রডরিগজ, হরলীন দেওল, যস্তিকা ভাটিয়া, রিচা ঘোষ, তেজল হাসনবিস, দীপ্তি শর্মা, মিন্নু মনি, প্রিয়া মিশ্র, রাধা যাদব, তিতাস সাধু, অরুন্ধতী রেড্ডি, রেনুকা সিং ঠাকুর, সাইমা ঠাকোর।